মেঠো গ্রামের রাস্তাতে লাল পাহাড়ির দেশে যা গানে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, হু হু করে ভাইরাল ভিডিও

তেমনই ওই যুবতী নেচে তাক লাগিয়েছেন সবাইকে। গ্রাম্য পরিবেশে ওই যুবতীর নাচ দেখে রীতিমতো অবাক হয়েছেন সকলেই। গানের লাইনের সঙ্গে মিলিয়ে গ্রামের লাল মাটিতে দাঁড়িয়েই ওই যুবতী নেচে চলেছেন। তার পরনে রয়েছে লাল সাদা কম্বিনেশনের চেকের শাড়ি। সঙ্গে ম্যাচিং লাল রঙের ব্লাউজ। নিজের মতোন করে নেচে চলেছেন ওই যুবতী। ওই যুবতীর নাম সঞ্চিতা গুপ্তা (Sanchita Gupta)।
‛Sanchita Gupta Official নামের একটি ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে ভিডিওটি (Video) ভাইরাল (Viral) হয়েছে। ১ বছর আগের শেয়ার করা এই ভিডিওটি ইতিমধ্যেই ১.২ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। এমনকি পছন্দ করেছে ৮ হাজার মানুষ। পাশাপশি বহু মানুষে আবার কমেন্টও করেছেন।
আজকালদিনে কেবলমাত্র প্রতিভা প্রদর্শনই কিন্তু নয় রোজগারের বড় একটি মাধ্যম হয়ে উঠেছে এই ইউটিউব (YouTube)। যেখানে ভিউয়ার্স ও লাইকের পাশাপাশি বাড়ে টাকার সংখ্যা। তবে সম্প্রতি ওই যুবতীর অসাধারণ নাচের ভিডিও (Video) ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে।