×
ভাইরাল ভিডিও

মাটির স্তূপে ভর করে টানটান হয়ে দাঁড়িয়ে রয়েছে বিশাল কিং কোবরা, দেখে গা শিউরে উঠল নেটবাসীর

Advertisements
Advertisements

সোশ্যাল মিডিয়ার পাতায় হামেশাই এমন অনেক দৃশ্য উঠে আসে, যা আমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। সাপকে কে না ভয় পায়; সরীসৃপ প্রজাতির এই জীবটিকে দেখলেই যে কেউ আতঙ্কিত হয়ে পড়ে। অনেকেই এসব ভিডিও দেখে বিশেষ সাবধানতা অবলম্বন করে, যাতে তার আশেপাশে না আসতে পারে।

তবে এত কিছুর পরেও, আমাদের আশেপাশে মাঝেমধ্যেই দেখা যায় তাদের। যতই নিরীহ প্রাণী বলে আখ্যা দেওয়া হোক না কেন সাপ কে, বিষধর সাপের হাত থেকে বেঁচে ফেরাও মুখের কথা নয়! তবে এর উল্টো কিছু দৃশ্য মাঝেমধ্যে চোখে পড়ে; যেরকম অনেকের পোষ্য আবার পাইথন (python) কিংবা কিং কোবরা (king cobra)। এইসব দেখে নেটিজেনরা অবাক হয়ে গেলেও এটাই সত্যি। সম্প্রতি কিং কোবরার এমন এক মুহূর্ত উঠে এলো সোশ্যাল মিডিয়ার পাতায়, যা দেখে চক্ষুচরক গাছ নেটিজেনদের।

Advertisements

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে একটি মাটির স্তূপের ওপরে, রীতিমতো দাঁড়িয়ে রয়েছে একটি বিশাল আকৃতির কিং কোবরা। শুনতে অবাক লাগলেও এমনটাই দেখা গেছে ভিডিও তে। মাটির উপর থেকে তার দেহের প্রায় অর্ধেক অংশ শূন্যে ভাসছে, নরণ-চরণ নেই। একভাবেই কঠোরভাবে দাঁড়িয়ে রয়েছে সে, অবিশ্বাস্য হলেও ভিডিওর মাধ্যমে এমন দৃশ্যই উঠে এসেছে।

Advertisements