ফাঁকা মাঠে ‘ময়না ছলাৎ ছলাৎ’ গানে অসাধারণ ভঙ্গিমায় নাচ করে তাক লাগালেন এক খুদে কন্যা, ভাইরাল ভিডিও

ইউটিউবে (Youtube) নিত্যদিনই বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হচ্ছে। সেই সমস্ত ভিডিওগুলি যদি কোনো শিশুকে কেন্দ্র করে হয় তাহলে তো আর কোন কথাই নেই। হু হু করে বাড়তে থাকে ভিডিওর ভিউ। লাইক কমেন্ট শেয়ার এর বন্যা বয়ে যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট বাচ্চা মেয়ের নাচের ভিডিও (Dance Video) তুমুল পরিমাণে ভাইরাল (Viral) হয়েছে। নেটিজেনরা অত্যন্ত আগ্রহের সঙ্গে এই ভিডিওটি দেখেছেন। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া (Social Media) আমাদের জীবনে একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার কোন না কোন সাইটে আমরা চোখ রাখলেই বিভিন্ন রকমের বিষয়বস্তু মূলক ভিডিও দেখতে পারি। নাচ গান আবৃত্তি ভিডিওগুলির সাথে সাথে আরো বিভিন্ন রকমের হাসি-মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
অনেকেই আছেন যাঁরা নিজেদের ভিতরকার সুপ্ত প্রতিভাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাজে লাগাচ্ছেন। কারণ সোশ্যাল মিডিয়া এমন একটি মাধ্যম যার সাহায্যে অতি অল্প সময়ে একসাথে বহু মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশি জনপ্রিয়তা পায় নাচের ভিডিও গুলি। তাই অনেকেই নিজেদের ইউটিউব চ্যানেল করে সেখানে নাচের বিভিন্ন রকমের ভিডিও আপলোড করেন। সম্প্রতি এমনই একটি বাচ্চা মেয়ে তার ইউটিউব চ্যানেল থেকে নাচের ভিডিও শেয়ার করে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। ভাইরাল (Viral) হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ছোট্ট মেয়ে আপন মনের খেয়ালে জনপ্রিয় বাংলা গান ‘ময়না ছলাক ছলাক চলে রে ‘ তে নেচে নেটিজেনদের মুগ্ধ করে দিয়েছে। বাচ্চাটির বয়স খুব বেশি হলে সাত-আট বছরের বেশি হবে না। সবুজ খোলা প্রান্তর এর মধ্যে আপন-মনে অসাধারণ ভঙ্গিমায় নাচতে দেখা গেছে এই ছোট্ট বাচ্চা মেয়েটিকে। উচু করে পরা নীল হলুদ শাড়ির সাথে টুকটুকে লাল ব্লাউজে বাচ্চাটিকে অত্যন্ত মিষ্টি দেখতে লাগছিল।
উঁচু করে বাঁধা খোপায় লাল এবং হলুদ রঙের গাঁদা ফুল লাগিয়েছিল মেয়েটি। এছাড়াও শাড়ির সাথে মানানসই হাতে কানে গলায় বিভিন্ন রকমের গয়না পরেছিল এই বাচ্চা মেয়ে। সবকিছু মিলিয়ে এই ছোট্ট বাচ্চা মেয়ের সাজ অত্যন্ত নজরকারা ছিল। খোলা মাঠের মধ্যে শিশুটি আপন মনে নাচছে এবং তার চারপাশে নিজের খেয়ালে গরু চরে বেড়াচ্ছে। সমস্ত পরিবেশটাই অত্যন্ত প্রাকৃতিক হয়ে উঠেছে নাচের সাথে। সব মিলিয়ে এই নাচের ভিডিও অত্যন্ত সুন্দর হয়েছে। সব থেকে বড় কথা এত অল্প বয়সে বাচ্চা মেয়েটির ফেসিয়াল এক্সপ্রেশন ছিল দেখার মতো। ইতিমধ্যে নেটদুনিয়ায় অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে এই শিশুটির নাচের ভিডিও। প্রসঙ্গত উল্লেখ্য মেয়েটির একটি নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। সেই চ্যানেলে নাম ‘ডিএন মোনালিসা’। ইতিমধ্যে এই ভিডিওটি ৭.১ লাখ ভিউ পেয়ে গেছে। এছাড়া দুই হাজারেরও বেশি লাইক পেয়েছে ভিডিওটি। অজস্র নেটিজেন প্রশংসা করা কমেন্টের বন্যা বইয়ে দিচ্ছে মেয়েটির ভিডিওর কমেন্ট বক্সে। প্রসঙ্গত উল্লেখ্য এই বাচ্চা মেয়েটি তার ইউটিউব চ্যানেল থেকে এর আগে আরো অনেক নাচের ভিডিও শেয়ার করেছে। যার প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে।