কালো ভ্রমর, সবুজ প্রকৃতির মাঝে লোকসংগীতের তালে অসাধারণ নাচলেন সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়া কে হাতিয়ার করে আজকাল যে কেউ হয়ে উঠেছে ভাইরাল (viral)। পরিচিতি বাড়াতে সবাই সোশ্যাল মিডিয়া কে ব্যবহার করছে এখন। যে যা পারে নাচ বা গান সব শিল্পই তুলে ধরছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সেরকম ‘মৌমিতা’ও তার নৃত্য শিল্পতে মন মাতালো দর্শকদের।
সম্প্রতি ইউটিউবে ‘ড্যান্স স্টার মৌ’ (Dance star mou) নামের একটি অ্যাকাউন্ট থেকে একটি নাচ পাবলিশ করা হয়েছে; সেখানে দেখা গেছে একটি ‘সুন্দরী যুবতী’ গ্রাম্য সবুজ পরিবেশে সুন্দর ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করছে। তার চারিদিক সুন্দর সবুজ ঘেরা। ‘কালো শাড়ী’ পরিহিতা ওই যুবতী গলায়, কানে ও কোমরে রঙিন গয়না পড়েছে; সাথে হালকা মেক আপ। এরই সাথে তার খোলা হাতে অসাধারণ কারুকার্য আঁকা। স্বাভাবিক ভাবেই এমন সুন্দর উপস্থাপনায় মনমুগ্ধ হয়ে গেছে সবাই।
ইউটিউবে (youtube) ওই অ্যাকাউন্টটি নৃত্য উপস্থাপন করা ওই যুবতী ‘মৌমিতা’র । সে মুলত ‘লোকসংগীত’-এই নাচ করে। উক্ত ভিডিও তেও সে অর্পিতার গাওয়া, ‘কালো ভ্রমর’ গানে নাচ করেছে। ভিডিওটি ইতিমধ্যেই ১৩ হাজার ভিউজ ছাড়িয়েছে। বর্তমনে তার অ্যাকাউন্টটির দর্শক সংখ্যা ২ লাখ ৩ হাজার, যা দেখে বোঝাই যাচ্ছে তার ভিডিও সবাই কতোটা ভালবাসে।