×
ভাইরাল ভিডিও

সংসার চালাতে বাঁধেন বিড়ি, দুর্দান্ত সুরে গান গেয়ে নেটিজেনদের মুগ্ধ করলেন গৃহবধূ

Advertisements
Advertisements

বর্তমানে শিল্পীদের প্রতিভা তুলে ধরার অন্যতম প্লাটফর্ম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। বিশ্বের যে কোন প্রান্তে বসে, অপরপ্রান্তে থাকা মানুষটির শিল্পীসত্ত্বার পরিচয় পাওয়া যাচ্ছে নেট দুনিয়ার পাতা থেকেই। সোশ্যাল মিডিয়ার দয়ায় যে কেউ বিনা খরচে, তাদের প্রতিভাকে তুলে ধরতে পারছে এবং আয়ও করতে পারছে। সম্প্রতি এমনই এক সুপ্ত-শিল্পীর দেখা মিলল সোশ্যাল মিডিয়ার পাতাতে; যার কন্ঠের অসামান্য সুরে প্রশংসার ঝড় উঠলো নেটদুনিয়ায়।

Advertisements

ভিডিওতে দেখা গেছে একটি গৃহবধূ বিড়ি বাঁধতে বাঁধতে গান গাইছে। তার গলার অসামান্য সুর শুনে যে কেউ ধন্য ধন্য করবে, তা বলা বাহুল্য! তার কন্ঠে ‘মেরে রাশ্ক-এ কমর’ গানটি শোনা যাচ্ছে। পূর্ব বর্ধমানের গলসী গ্রামের বাসিন্দা ওই গৃহবধূ, হস্তশিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। তার এমন অসামান্য প্রতিভা দেখে সবাই গায়িকা বলতে বাধ্য হবে তাকে।

গান গাওয়ার মুহূর্তটি সোশ্যাল মিডিয়াতে ‘সোশ্যাল ওয়ার্কার অতীন্দ্র’ নামের একজন তুলে ধরেছে। স্বাভাবিকভাবেই ভিডিওটি প্রচুর পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে। ৫.৫ মিলিয়ানে ভিউজ সংখ্যা দাঁড়িয়েছে ভিডিওটির, এছাড়া ২ লক্ষ ৬২ হাজার মানুষ ভিডিওটি পছন্দ করেছে।

Advertisements