×
ভাইরাল ভিডিও

পেটের দায়ে একরত্তি ছেলেকে কোলে নিয়ে ট্রেনে ভিক্ষা করছে অসহায় মা, ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

বর্তমানে বিশ্বের নানান প্রান্তের ঘটনার চিত্র খুব সহজেই ধরা পড়ে সোশ্যাল মিডিয়ার পাতাতে। এমন অনেক ঘটনাই সোশ্যাল মিডিয়াতে উঠে আসে, যা সাধারণ মানুষের মনে আবেগের সঞ্চার করে। সম্প্রতি এমনই এক বেদনাদায়ক ঘটনার সম্মুখীন হল নেটিজেনরা। এক হতদরিদ্র মা পেটের দায়ে একরত্তি ছেলেকে কোলে নিয়ে, ট্রেনে ট্রেনে ভিক্ষা করছে। যে দৃশ্য স্বাভাবিকভাবেই মাথাচাড়া দিচ্ছে নেটপাড়ার বাসিন্দাদের।

Advertisements

ভাইরাল (viral) হওয়া ওই ভিডিওটিতে দেখা গেছে; ছেলেকে কোলে নিয়ে তার মা ট্রেনে ট্রেনে ঘুরে, বাংলা গান গেয়ে ভিক্ষা করছে। তবে তার ছেলেটিও কিছু কম নয়; তার গলায় শোনা গেছে দেশাত্মবোধক গান, ‘সারে জাহা সে আচ্ছা’। ওই একরত্তি শিল্পী এবং তার মায়ের নাম না জানা গেলেও, ভিক্ষার সময় তারা যে গান গাইছিল তা সত্যিই দর্শকদের মন ছুঁয়ে গেছে। বোঝাই গেছে দারিদ্রতা তাদের কোথায় নামিয়ে নিয়ে এসেছে!

ইউটিউবে ‘ডানপিটে কলকাতা’ (Danpite Kolkata) নামের একটি পেজ থেকে আপলোড করা হয়েছিল ভিডিওটি। প্রায় 2 লক্ষ মানুষ ইতিমধ্যেই ভিডিওটি দেখে ফেলেছে, ২৭০০ জন ভিডিওটি পছন্দও করেছে। অনেকেই ছোট্ট ছেলেটির প্রশংসা করেছে ভিডিওর কমেন্ট বক্সে।

Advertisements