সাদা দৈত্যাকার সাপকে পোষ্য বানিয়ে গলায় দড়ি দিয়ে ঘোরাচ্ছেন ঠাকুমা! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়া বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মাধ্যমের দ্বারা যে কোন ভিডিও অতি সহজেই ধরা দেয়, সোশ্যাল মিডিয়ার দর্শকদের কাছে। অবাক করা এমন অনেক জিনিস নেটবাসীরা দেখতে পায়, যেগুলি হয়তো সামনে থেকে দেখার সুযোগ তাদের কখনো হতো না। সাধারণ মানুষ বাদেও, বিভিন্ন প্রজাতির পশু পাখি এবং প্রাণীদের ভিডিও হামেশাই উঠে আসে সোশ্যাল মিডিয়ার পাতায়।
সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়া ভিডিওগুলির মধ্যে সাপের ভিডিও হলো অন্যতম। সাধারণ মানুষ সাপেদের থেকে শত দূরে থাকলেও, মুঠোফোনের পাতায় এই জাতীয় ভিডিওগুলি দেখতে বেশ পছন্দ করেন। তাইতো হামেশাই সাপেদের নানান কর্মকাণ্ড বেশ জনপ্রিয়তা পায় নেটদুনিয়ার পাতা থেকে। সম্প্রতি এমনই এক বিরল প্রজাতির সাপের দৃশ্য তুমুল শিহরণ জাগিয়েছে সাইবারবাসীদের।
ভাইরাল হওয়া এক ভিডিওতে নজরে পড়েছে, এক বিশাল আকৃতির সাদা রঙের পাইথন সাপ; যেটি দেখে রীতিমতো চমকিত হয়ে যাবে যে কেউ। সাপটি লম্বায় এতটাই বড় যে, যেকোন মানুষকে অতি সহজেই গিলে খেতে পারে। তবে অবাক করা কাণ্ড এটাই যে, ওই সাপটির গলা পেঁচিয়ে রয়েছে এক বৃদ্ধা; ঠিক বাড়িতে থাকা কুকুর-বিড়ালের মতন।
View this post on Instagram
এমন একটি ভিডিও নেটিজেনদেল স্বাভাবিকভাবেই আতঙ্কিত করে তুলেছে। তবে ভিডিওতে দেখা গেছে, পাশে থাকা একটি লোক ঠাকুমাকে সতর্কিত করে সে জায়গা থেকে সরিয়ে নিয়ে গেছে। ইনস্টাগ্রামের পাতায় ‘jayprehistoricpets’ নামের একটি চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল ভিডিওটি, যা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে নেট দুনিয়ায়। ২২ লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছে, এমনকি ৬ হাজারের উপরে মন্তব্য এসে জমা হয়েছে ভিডিওর কমেন্ট বক্সে।