বিরল প্রজাতির সাপ নিয়ে খেলতে মত্ত বালিকা! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ভিডিওগুলির মধ্যে সাপের ভিডিও হল অন্যতম। বিষধর হোক বা বিষহীন, সকল প্রজাতীর সাপেদের থেকেই শতহস্ত দূরে থাকে সাধারণ মানুষ; তবে এর কিছু ব্যতিক্রমী দৃশ্যও ফুটে ওঠে সোশ্যাল মিডিয়ার পাতায়। যেখানে দেখা যায় ভয়ংকর বিষধর প্রজাতির সাপকেও, পোষ্য বানিয়ে ফেলেছে সাধারণ মানুষ। তবে এবার সোশ্যাল মিডিয়ার পাতায় এক অন্যরকম সাপের ভিডিও ভাইরাল হল, যা দেখে সাধারণ মানুষের গা রীতিমত শিউরে উঠছে।
অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি ভিডিওতে দেখা গেছে, বছর এগারোর এক ছোট্ট মেয়ে মেলবোর্নের রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি বিষধর প্রজাতির সাপ দেখতে পায়; সঙ্গে সঙ্গে সে সেটিকে নিজের অজান্তেই হাতে তুলে নেয়। এবার ক্যামেরার সামনে সে বলতে থাকে, “এই যে বিশাল আকৃতির সাপ”! এমন একটি দৃশ্য দেখে সাধারণ মানুষেরা স্বাভাবিকভাবেই আতঙ্ক প্রকাশ করেছে।
সোশ্যাল মিডিয়ায় স্টুয়ার্ট গাট নামে এক সাপ উদ্ধারকারী কর্মী ভিডিওটি তুলে ধরেছিল। সে এই ভিডিওর মাধ্যমে জানিয়েছে সাপটি একটি বিরল প্রজাতির সাপ, যার একটা কামড়েই ওই ছোট্ট মেয়েটি শেষ হয়ে যেতে পারত। মেয়েটি নিজের অজান্তেই এমন একটি কাজ করে ফেলেছে, যা দেখে হতবাক নেটপাড়ার বাসিন্দারা। তবে ওই সাপ উদ্ধারকারী কর্মীটি বারংবার সাধারণ মানুষকে সাবধান করেছে পথ চলতি এইসব সাপেদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।