বিশালাকৃতির এক পাইথন বেয়ে উঠছে ট্রাকের উপর! তারপর যা হল…দেখুন ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বিভিন্ন ধরনের ভিডিওতে মন মজে যায় নেটিজেনদের। অস্বাভাবিক যে কোন কিছুই ভাইরাল (viral) হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ঠিক সেরকম ভাবেই অস্বাভাবিক এক পাইথনের (Python) কর্মকাণ্ড ভাইরাল হয়ে উঠল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বিশাল আকৃতির পাইথনের এরূপ আচরণ দেখে অবাক হয়ে গেছে নেটিজেনরা।
ভিডিওতে দেখা গেছে এক বিশাল আকৃতির পাইথন বেয়ে উঠে চলেছে, একটি অতি ক্ষুদ্র ট্রাকের দিকে। আদৌ সেখানে তার জায়গা হবে কিনা তা জানা নেই। এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছে একজন।
View this post on Instagram
ভিডিওটি ইনস্টাগ্রাম এ ‘ওয়ার্ল্ড অফ স্নেক’ (world of snake) নামের একটি অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে। এই অ্যাকাউন্টটি তে এইরকমই সাপেদের বিভিন্ন সময়ের দৃশ্য তুলে ধরা হয়। আর দর্শক যে এগুলি দেখতে আগ্রহী, তা এই অ্যাকাউন্টের ১৪ লাখ ফলোয়ার্স সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে। মাত্র কয়েকদিন আগেই আপলোড করা ভিডিও টির ভিউজ সংখ্যা ছাড়িয়েছে 2.88 লাখে। 13 হাজারেরও বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছে।