×
ভাইরাল ভিডিও

মাছের জালে উঠে এলো বিশালাকৃতির পাইথন সাপ! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

সোশ্যাল মিডিয়ার পাতাতে প্রায়শই সাপেদের নানান কর্মকান্ড উঠে আসে। অন্যান্য যেকোন ভিডিওর থেকে এই জাতীয় ভিডিওগুলি অধিক জনপ্রিয়তা পায়। কখনো সাপের ভিডিও দেখে সাধারণ মানুষের মনে ভয়ের সঞ্চার হয়, আবার কখনো বা দেখা যায় সাপকেই পোষ্য বানিয়ে ফেলেছে কেউ কেউ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এরকমই এক চমক লাগানো সাপের ভিডিও ভাইরাল হল।

Advertisements


মাছ ধরার জালে ধরা পড়লো বিশাল আকৃতির সাপ! শুনতে অবাক লাগলেও এরকমটাই হয়েছে সত্যি। ভাইরাল (viral) হওয়া ওই ভিডিওতে দেখা গেছে এক যুবক জলে মাছ ধরছিল; এক্ষেত্রে টোপ হিসেবে সে একটি মুরগিকে ব্যবহার করেছিল। জলের নিচে
টোপ গিলেছে এরকম কিছু অনুভব করাতেই, যুবকটি সেটিকে তুলে আনছিল। কিন্তু কিছু সময়ের পরেই তার ভুল ভাঙে, সে দেখে মাছের পরিবর্তে জালে ধরা পড়েছে এক বিশাল আকৃতির হলুদ রঙের পাইথন (python)। সবাই মিলে অনেক চেষ্টার পরে, জালে থাকা ওই সাপটিকে ধরে ফেলে।

ইউটিউবে ‘কোবরা হান্টার’ নামের একটি চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল ভিডিওটি। ভিডিওটি এতোটাই জনপ্রিয়তা পেয়েছে যে ৫.৫ কোটি মানুষ ভিডিওটি দেখেছে এবং ২৩২ জন এতে লাইকও করেছে।

Advertisements