নিমেষের মধ্যে নিল রঙের আস্ত সাপকে গিলে খেলো বিশালাকৃতির কিং কোবরা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়া পাতা বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। মানুষের সারাদিনের ক্লান্তি কাটিয়ে তুলতে সাহায্য করছে এই নেটমাধ্যমই। খুব সহজেই অবিশ্বাস্য যেকোনো জিনিস ভাইরাল হয়ে উঠছে সোশাল মিডিয়ার দ্বারা। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির প্রাণী প্রত্যেকেই এখন তথ্যের বিষয়বস্তু।
সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল (viral) হওয়া ভিডিওগুলির মধ্যে সাপের ভিডিও হলো অন্যতম। গোটা বিশ্বে থাকা নানান প্রজাতির সাপ সম্পর্কে ওয়াকিবহাল থাকা যায়, সেই সোশাল মিডিয়া দেওয়া তথ্যের মাধ্যমে। বিষাক্ত হোক বা বিষহীন যেকোনো সাপের থেকেই সাধারণ মানুষ দূরত্ব বজায় রাখে।
সম্প্রতি সোশাল মিডিয়াতে ভয়ংকর বিষাক্ত একটি কোবরা সাপের ভিডিও ব্যাপক ভাইরাল হলো। ভিডিওটি দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে উঠেছে সাইবার বাসীরা। ভিডিওটিতে দেখা গেছে, ঘরের মধ্যে থাকা একটি বিশালাকৃতির কিং কোবরা সাপ খিদে মেটানোর জন্য গিলে খাচ্ছে অপর একটি সাপকে। যে সাপটিকে সে খাচ্ছে, তারও আকার বিশাল বড়ো আর আশ্চর্য্য জনক ভাবে ওই সাপটি নীলকন্ঠ অর্থাৎ নীল বর্ণের।
View this post on Instagram
সাপটিকে খাওয়ার সাথে সাথে কিং কোবরার দেহের আকৃতি যে বেড়ে গেছে, সেটিও সকলের নজরে পড়েছে। ভিডিওটি ইউটিউবে ‘diazborneo5898’ নামের একাউন্ট থেকে আপলোড করা হয়েছিলো। প্রায় 2 লাখ মানুষ ভিডিও টি পছন্দ করেছেন। হাজারের উপর কমেন্ট এসে জমা হয়েছে । প্রত্যেকেই ওই অপূর্ব নীল সাপটির প্রশংসা করেছে।