‘ঘোড়ে পে সাওয়ার’, Qala-এর গানের তালে দুই তিব্বত সুন্দরীর দুর্দান্ত নাচ, ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটজনতা

পাহাড় প্রেমীদের কাছে ‘লাদাখ’ (Ladakh) স্বর্গের থেকে কম কিছু নয়। ওই রকম স্বর্গীয় সুখ যে আর কোথাও মিলতে পারে না সেটা ভালো করেই বোঝেন শীত প্রেমীরা। শুধু কি তারা, পাশাপাশি নব প্রজন্মের কাছেও লাদাখ একটা ইচ্ছে। শুধু হাতে বাইক পেলেই হলো দল বেঁধে কখনও বা একাই বেরিয়ে পড়েন লাদাখের উদ্দেশ্যে।
এই শীতের সময় তো সেখানেই স্বয়ং দেবতাদের বাস। চারিদিক বরফে ঢাকা, এক অূতপূর্ব দৃশ্য।
সামনেই বসন্ত পঞ্চমী, শীত প্রেমীদের মনে কষ্টের সুর। কারণ সরস্বতী পুজো পেরোলেই উধাও হতে শুরু করে শীত।
তবে এমন অনেক জায়গা আছে যেখানে গেলে সারা বছর দেখা মেলে শীতের, তার মধ্যেই অন্যতম হলো লাদাখ। তবে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যা লাদাখের সৌন্দর্যকে আরও কিছুটা বাড়িয়ে তুলেছে।
Godhey pe sawar cover dance by puntsok wangmo & Padma lamo
All the way from Ladakh ❣️ pic.twitter.com/wQBqVbSUjq— Jigmat Ladakhi 🇮🇳 (@nontsay) January 15, 2023
ভিডিওটিতে দেখা যাচ্ছে দুই সুন্দরী রমণী লাদাখের ঐতিয্যবাহী পোশাক পরে Qala ছবির গান ‘ঘোড়ে পে সাওয়ার’এ (Ghore Pe Sawar) নাচছেন। তাদের নাম ‘ফুন্টসোক ওয়াংমো’ (Funtsok Oyangmo) এবং ‘পদ্মা লোমা’ (Padma Loma)। দুজনের নাচেই ছিল এক অভূতপূর্ব ব্যাপার। যা নেট মাধ্যমে সাড়া ফেলে দিয়েছে বেশ ভালোই। তাদের দুজনের এই নৃত্য পরিবেশনা দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকে আবার কমেন্ট করেছেন এই নাচ লাদাখের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। এই ভিডিওতে ঐতিহ্য স্বর্গ আর বলিউড যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। সদ্য নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ছবি Qala বেশ ভালোই জনপ্রিয় সকলের কাছে। যার মধ্যে অন্যতম এই গান।