×
ভাইরাল ভিডিও

স্টেশনে কুলি থেকে IAS অফিসার, সিনেমার গল্পকেও হার মানাবে শ্রীনাথের জীবনকাহিনী

Advertisements
Advertisements

কথায় আছে ভাগ্যের লিখন কেউ বদলাতে পারে না। ঠিক তেমনটাই ঘটলো ‘কেরল’র (Kerala) ‘শ্রীনাথ’র (Shreenath) সাথে। কষ্ট করলে যে কেষ্ট মেলে কেরলের শ্রীনাথই তার জলজ্যান্ত নিদর্শন। রেল স্টেশনে কুলির কাজ করে স্টেশনের ফ্রী ওয়াইফাইয়ে পড়াশোনা করে সে এই বছর পাশ করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। বর্তমানে আইএএস অফিসারের পরীক্ষায় উত্তীর্ণ শ্রীনাথ।

Advertisements

ছোট থেকেই দারিদ্রতা নিত্য সঙ্গী। কিন্তু হাল ছাড়েনি শ্রীনাথ। বরং সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে পালন করেছে কর্তব্য। পাশাপাশি নিজের স্বপ্নকেও বিফল হতে দেয়নি। সারাদিন লোকের ভারি বোঝা বয়ে রাতের বেলায় পড়াশোনা। কোচিং নেওয়ার মতো সামর্থ তার কোনোদিনও ছিল না। ঠিক সেই কারণেই রেলের ওয়াইফাই নিয়ে পড়াশোনা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় তার কথা ঘোরাঘুরি করছে। রীতিমতো চাকরিপ্রার্থীদের কাছে শ্রীনাথ হয়ে উঠেছে নিদর্শন। শুধু শ্রীনাথ নয়, এর আগেও কখনও দিন মজুরের ছেলে কখনও বা সাইকেলের দোকানে কাজ করে দেশের একজন সফল আইএএস অফিসার হওয়ার ঘটনা আমাদের সামনে এসেছে। আর যা দেখে আমরা সকলেই হতবাক হয়েছি। তাই শ্রীনাথদের মতো কঠোর পরিশ্রমী মানুষরা আমরা যারা চাকুরীর জন্য প্রস্তুতি নিচ্ছি তাদের কাছে প্রেরণা।


কথায় আছে ইশ্বর কোনো দিন ভক্তের দিক থেকে মুখ ফিরিয়ে রাখেন না, হয়তো সাময়িক ধৈর্য্যের পরীক্ষা নেন। শ্রীনাথ ঠিক তার উদাহরণ। রাতে স্টেশনে কাটিয়ে অনলাইনে পড়াশোনা করে যে ভারতের কঠিনতম পরীক্ষা সফল ভাবে উত্তীর্ণ হওয়া যায় এটা তারই উদাহরণ।

Advertisements