×
ভাইরাল ভিডিও

শরীরে হিল্লোল তুলে দুর্দান্ত বেলি ড্যান্স পাঁচ খুদে কন্যার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

বর্তমানে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার পাতায় আজকাল যে কেউ নিজেদের প্রতিভা তুলে ধরে, জনপ্রিয়তা অর্জন করে। ঠিক এরকম ভাবেই অনেক নৃত্যশিল্পী তাদের নাচের প্রতিভা তুলে ধরে নেটদুনিয়ার পাতায়। সম্প্রতি এমনই ক্ষুদে কন্যাদেল দুর্দান্ত নাচের ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ার পাতায়।

Advertisements

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে একটি বড় ফাঁকা ঘরের মধ্যে পাঁচজন মেয়ে দুর্দান্ত তালে নৃত্য উপস্থাপনা করছিল। তাদের পেট থেকে কোমর পর্যন্ত হিল্লোল তুলে, এত দুর্দান্ত স্টেপে তারা বেলি ডান্স করছিল যে; একজন প্রফেশনাল বেলি ডান্সারের থেকেও কিছু কম ছিল না। ওই খুদে কন্যাদের এত সুন্দর বেলি ডান্স দেখে, স্বাভাবিকভাবেই তাজ্জব বনে গেছে নেটপাড়ার বাসিন্দারা। নৃত্য উপস্থাপনা করার সময় তাদের প্রত্যেকেরই পরনে ছিল লাল, সবুজ হলুদ প্রভৃতি রঙের লেহেঙ্গা।

ভিডিওটি ‘Trang selena’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে প্রায় ছয় বছর আগে আপলোড করা হয়েছিল। বর্তমানে ভিডিওটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে, ১৭ কোটি ভিউজ সংখ্যার ছাড়িয়েছে এর। নেটিজেনদের একাংশই প্রশংসামূলক মন্তব্য তুলে ধরে ছে ভিডিওর কমেন্ট বক্সে। যেমন কেউ বলেছে “অসাধারণ”! আবার কেউ বলেছে, “এমন নাচ, সত্যিই সুন্দর”।

Advertisements