‘দুগ্গা এলো’, খালি গলায় দুর্দান্ত গান গেয়ে নাচ একরত্তি খুদের, প্রসংশায় ভরলো নেটদুনিয়া

সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বিভিন্ন প্রতিভাবান শিল্পীদের নিদর্শন পাওয়া যায়। এই তালিকা থেকে বাদ যাচ্ছে না ছোট্ট ছোট্ট বাচ্চারাও। বড়দের সাথে পাল্লা দিয়ে তারাও তাদের প্রতিভা দেখাতে ব্যস্ত হয়ে পড়ে আর সেগুলি ব্যাপক জনপ্রিয়তা পায় সোশ্যাল মিডিয়া থেকে। সোশ্যাল মিডিয়ায় এরকমই একজনপ্রিয় খুদে ‘প্রজ্ঞা মেধা সরকার’, যে তার গানের মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল অনুরাগী মহলে।
সম্প্রতি আবারো তার মিষ্টি কন্ঠে শোনা গেল ‘দুগ্গা এলো’ গানটি। এত সুন্দরভাবে কোন বাদ্যযন্ত্র ছাড়াই খালি গলায় সে গান গেয়েছে, যা সকলের মন জয় করে নিয়েছে! তবে শুধু গান নয়; গানের পাশাপাশি প্রজ্ঞার হাসি, মজা করেছে তার মায়ের সঙ্গে। প্রতিদিন সে নতুন নতুন চমক দিতে থাকে সকলকে। কিছুদিন আগেই ক্রিসমাস উপলক্ষে সান্টা সেজেও সকলকে চমক দিয়েছিল। আবার ইরফান খানের পিকুর গান গাযইতেও তাকে দেখা গিয়েছিল।
গানের পাশাপাশি তার পরিবেশনাও অধিক নজর কারে দর্শকমহলে। এই গানটিতে তার পরনে ছিল একটি হলুদ রঙের চুড়িদার, মাথায় লাল হেয়ার ব্যান্ড সাথে লাল ওড়না। স্বাভাবিকভাবেই তার গান এবং আরো অন্য কর্মকাণ্ড দেখে প্রশংসিত হয়েছে দর্শকমহল। তার ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে।
এবারের গানেও সাইবারবাসীরা তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। নানান মন্তব্য এসে ভিড় করেছে তার কমেন্ট বক্সে। প্রত্যেকেই তাকে ভালোবাসা জানিয়েছে।