×
ভাইরাল ভিডিও

কিং কোবরা সাপের সাথে ভয়ংকর যুদ্ধে মাতলো ড্রাগন! জঙ্গলের ভিডিও অবাক করলো নেটিজেনদের

Advertisements
Advertisements

অবিশ্বাস্য অনেক কিছুই সোশ্যাল মিডিয়ার পাতায় হয়ে ওঠে ভাইরাল (viral)। এরই মধ্যে জঙ্গলের জীবজন্তুদেরও বহু ভিডিও থাকে, যা দেখার জন্য মুখিয়ে থাকে সবাই। অনেকেই অবশ্যই সেইসব ভিডিও দেখে আনন্দ পায়। আবার অনেক সময় এইসব ভিডিওগুলোই অনেক তথ্য আমাদের সামনে তুলে ধরে।

Advertisements

ঠিক এরকমই জঙ্গলে থাকা ‘কিং কোবরা’ (king cobra) সাপের সাথে ‘ড্রাগন’ (Dragon)-এর ভিডিও, ভাইরাল হলেও সোশ্যাল মিডিয়ায়। এরকমটা শুনে অনেকেই হয়তো ভাববে, ‘এটাও কি সত্যি হয় নাকি’! হ্যাঁ এরকমই হয়েছে এক জঙ্গলে।

ভিডিওটি ফেসবুকে ‘হেয়ারস্টাইল ট্রিক’ (Hairstyle Trick) নামের একটি পেজ থেকে আপলোড করা হয়েছিল। ভিডিওতে দেখা গেছে; একটি ‘কিং কোবরা’ অনেকগুলি ডিম পেড়েছিল আর সেগুলোতেই হানা দেয় ড্রাগন! এরপর ড্রাগনের কিং কোবরা সাথে রীতিমত যুদ্ধ লেগে যায়। বলা বাহুল্য, এ যুদ্ধ যে রক্তক্ষরনেরই তা সকলেই জানে। ভিডিও দেখে রীতিমতো শিউরে উঠেছে নেট পাড়ার বাসিন্দারা! জঙ্গলে হয়তো এরকমই ঘটনা ঘটে থাকে। ভিডিওটিকে পছন্দ করেছে বহু মানুষ, অনেকেই প্রিয়জনদের সাথে শেয়ার করে নিয়েছে। তাই দেরি না করে আপনিও দেখে ফেলুন গোটা ভিডিওটা।

Advertisements