×
ভাইরাল ভিডিও

বাড়ির ছাদে অসাধারণ অঙ্গভঙ্গিতে নেচে তাক লাগলো ‘পান্তা ভাতে কুণ্ডু’ দীপান্বিতা, ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

ডান্স বাংলা ডান্সের সেই ছোট্ট পান্তা ভাতের কুন্ডুকে সকলেই চেনে। একসময়ের ছোট্ট দ্বীপান্বিতা (Dipannita kundu) ছিল, জি বাংলার ডান্স রিয়ালিটি শোয়ের সকলের নয়নের মনি। মিঠুন চক্রবর্তীর পাশাপাশি থাকতে দেখা যেত তাকে। মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) তাকে ভালোবেসে এই নাম দিয়েছিল। তবে আবারো যে তাকে নতুন ভাবে নাচের পর্দায় দেখা যাবে, সে কথা কেউ ভাবতেও পারেনি।

Advertisements

আবারো তাকে দেখা যাচ্ছে ২০২৩ সালে ডান্স বাংলা ডান্স জুনিয়রের মঞ্চে। দীপান্বিতাকে এখনো ভোলেনি দর্শকেরা। সেই ছোট্ট দীপান্বিতাকেই তারা সকলেই খুঁজে নিচ্ছে বড় মানুষটির মধ্যে। বর্তমানে অবশ্য সোশ্যাল মিডিয়ার পাতাতে বেশ অ্যাক্টিভ সকলের প্রিয় দীপান্বিতা।

একসময় ডান্স বাংলা ডান্সের মঞ্চ কাঁপানো সেই ছোট্ট দীপান্বিতাকে, বর্তমানে নানান ট্রেন্ডিং গানে নাচ করতে দেখা যায়। সম্প্রতি সে হয়ে উঠল সারা আলি খান। ভাইরাল গান ‘chaka chak’ তে দুর্দান্ত স্টাইলে নাচতে দেখা গেল তাকে। বাড়ির ছাদে দাঁড়িয়ে এত সুন্দর নৃ উপস্থাপনা করেছে সে, যে সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ।

পরনে ছিল একটি সবুজ রঙের শাড়ি সাথে গোলাপি রঙের ব্লাউজ। এর সাথে গলায় এবং হাতে পড়েছিলেন জাঙ্ক জুয়েলারি। আগের মতনই তার দুষ্টু-মিষ্টি এক্সপ্রেশনে নজর কেড়েছিল অনুরাগী মহলের। স্বাভাবিকভাবেই হাজার হাজার মানুষ ভিডিওটি পছন্দ করেছে।

Advertisements