×
ভাইরাল ভিডিও

সবুজ ক্ষেতের মাঝে কালো ঘাঘড়া-চোলিতে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

সোশ্যাল মিডিয়ার পাতায় এখন যে কেউ তার প্রতিভা তুলে ধরে। ইন্টারনেটের প্রভাব এতটাই গভীরভাবে পড়েছে সাধারণ মানুষের উপর যে, তারা আকৃষ্ট হয়ে উঠেছে এর প্রতি। অনেকেই নিজের প্রতিভাকে তুলে ধরে, ভাইরাল (viral) হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ার পাতায়। তাদের এই প্রতিভা যদি ভাইরাল হয়ে ওঠে, তাহলে তা থেকে তাদের আয়ের পথও খুলে যাচ্ছে এখন।

Advertisements


সোশ্যাল মিডিয়ায় অনেকেই আছে যারা নিজেদের প্রতিভা তুলে ধরে, তাদের মধ্যে অন্যতম হলো ‘মৌমিতা’; যে তার ইউটিউব চ্যানেলে ‘ডান্স স্টার মৌ’ এর মাধ্যমে অধিক জনপ্রিয়তা পেয়েছে সোশ্যাল মিডিয়াতে। এক কথায় বলতে গেলে অসাধারণ প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী সে, হামেশাই তার দুর্দান্ত নৃত্য উপস্থাপনার দ্বারা নেটিজেনদের নজরকারে মৌমিতা। তার চ্যানেল ‘ডান্স তার মৌ’-এর সাবস্ক্রাইবার সংখ্যা ২ লাখের কাছাকাছি। কিছুদিন আগেই তার আপলোড করা এক ভিডিও কে ঘিরে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

ভাইরাল হওয়ায় ভিডিওতে ‘নবাব’ সিনেমার, ‘দেব তোকে ষোলো আনা’ গানে উদ্দাম নৃত্য করতে দেখা গেছে। সবুজ ধান ক্ষেতের পাশে, খোলা আকাশে গানের ছন্দে দারুন তাল মিলিয়েছে ওই সুন্দরী যুবতী। চার মাস আগে আপলোড করা ওই ভিডিওটির ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতা তে। নৃত্য টি উপস্থাপনা করার সময় তার পরনে ছিল কালো রঙের ঘাগরা-চোলি আর মানানসই অক্সিডাইজের গয়না। ইতিমধ্যেই ভিডিওটির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

Advertisements