তিন হিংস্র সিংহের সাথে জঙ্গলের মধ্যে তাল মিলিয়ে হাঁটছেন সাহসী মহিলা, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার পাতায় বন্য পশুদের নানান কীর্তিকলাপ প্রায়শই ভাইরাল (viral) হয়। সাধারণ মানুষের সাথে বন্য পশুদের এক নিবিড় সম্পর্কের নিদর্শন প্রায়শই পাওয়া যায় নেট দুনিয়াতে। তবে পশুরাজ সিংহকেও যে কেউ পোষ মানিয়ে নিতে, পারে একথা সত্যিই অবিশ্বাস্য! কারণ হিংস্র প্রজাতির পশুদের মধ্যে সিংহ হল অন্যতম।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এরকমই এক দৃশ্যের সাক্ষী হল সাইবারবাসীরা। যেখানে দেখা গেছে তিন তিনটে বড় বড় হিংস্র সিংহের সাথে পা মিলিয়ে চলছে এক মহিলা! স্বাভাবিকভাবেই এমন একটি দৃশ্য দেখে ভয়ে শিহরিত হয়ে উঠেছে সকলে। ভিডিও দেখে মনে হচ্ছে, ঠিক যেভাবে পোষা কুকুরদের নিয়ে মালিক রাস্তায় হাটে; ঠিক সেভাবেই মহিলাটির সিংহদের নিয়ে রাস্তায় চলাচল করছে। এমন ভিডিও স্বাভাবিকভাবেই বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
নানান মন্তব্য এসে ভিড় করেছে ভিডিওর কমেন্ট বক্সে। অনেকেই বলেছে, “নিশ্চয়ই সিংহ তিনটির সাথে মহিলার আগে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাই তারা পোষ মেনে গেছে ওই মহিলাটির”। তবে প্রত্যেকেই একই কথা বলেছে এই দৃশ্যটি দেখে, যে, মহিলাটিকে সাহসী মনে হলেও এটি অত্যন্ত বিপদজনক কাজ; যে কোন সময় মহিলাটি সিংহটির হাতে শেষ পেয়ে যেতে পারে।
View this post on Instagram
ভিডিওটি ইনস্টাগ্রামে ‘গার্ল ফ্রম প্যারাডাইস ৯’ নামের একটি চ্যানেল থেকে আপলোড করেছিলেন, জেন নামের এক কন্টেইন্ট ক্রিয়েটর। এই অ্যাকাউন্টটিতে বিভিন্ন প্রজাতির পশুদের নানান ভিডিওতে ভর্তি রয়েছে। ১২ই নভেম্বর ওই নভেম্বর আপলোড করা ভিডিওটি ইতিমধ্যেই ৩ লাখের বেশি মানুষ দেখে নিয়েছে। প্রত্যেকেই ওই কন্টেন্ট ক্রিকেটারকে সাধুবাদ জানিয়েছে, এমন একটি দৃশ্য দেখানোর জন্য।