Saturday, January 22, 2022

ভয়ানক কাণ্ড! দুই বিষাক্ত সাপকে বশ করতে গেলে ফণা তুলে তেড়ে এল একটি, তারপর? রইল ভিডিও

সব মানুষের মনে সাহস থাকে না। আবার কিছু অসম্ভব সাহসী মানুষ জন্মায় যাদের জীবনে ‘ভয়’ শব্দটিই নেই। সাধারণ মানুষের দেখলেও ভয় লেগে যাবে। ঠিক এইরকমই একটি ভিডিও ভাইরাল (Viral Video) হল সম্প্রতি ইনস্টাগ্রাম রীলসের মাধ্যমে। ভিডিওটি দেখলে রীতিমতো ভয় লাগবে।

Boy And Snakes

একটি ছেলে বসে আছে ও তার সামনে দু-দুটি কোবরা সাপ। বিশাল সেই সাপ দুটির সাথে সে খেলা করছে। একটি ধূসর ও একটি সাদা রঙের সাপ দেখা যাচ্ছে ভিডিওতে। সাদা রঙের সাপটির সাথেই তাকে বেশি খেলা করতে দেখা গেছে।

Boy And Snakes

ছেলেটিকে দেখা যাচ্ছে বার বার সে সাদা যে কোবরাটি আছে ফণা তুলছে তার দিকে। এরপর অন্য দিকে যেতে গেলেই হাত দিয়ে আবার সে সাপটিকে কাছে নিয়ে আসছে। প্রায় দু থেকে তিন বার এমনটাই দেখা গেল তার সাথে। কিন্তু সবার ভিডিওটি খুব মনে ধরেছে।

আড়াই লক্ষের থেকে বেশি ভিউস হয়েছে ভিডিওটায়। কুড়ি হাজার কমেন্ট এসেছে যার বেশির ভাগটাই নেটিজেনরা ছেলেটার সাহসিকতার প্রশংসা করেছে। এর আগেও ছেলেটির অন্যান্য সাপের ভিডিও ভাইরাল (Snake Viral Video) হয়েছে যা হাড় হিম করার মতোই।

⚡ Trending News

আরও পড়ুন