১০ ফুটের বিশালাকার কিং কোবরাকে হাতে নিয়ে নাচাচ্ছে যুবক, ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

নেট দুনিয়ার পাতায় উঠে আসা বিভিন্ন সাপের ভিডিও শিহরণ জায়গায় সাধারণ মানুষের মধ্যে। কখনো বা আমরা দেখতে পাই বিছানার নিচে ঘাপটি মেরে আছে সাপ, কখনো বা সেই সাপ কি কেউ পোষ্য বানিয়ে তাকে নিয়ে ঘুমাচ্ছে। নেটিজেনরা এইসব বিভিন্ন ভিডিও দেখেই, সতর্ক থাকে তাদের নিজেদের জীবনে। সম্প্রতি এমনই এক ভিডিও আবারও ভয় ধরালো সাধারণ দর্শকদের মনে।
ভাইরাল (viral) হাওয়া ওই ভিডিওতে দেখা গেছে, এক যুবক ও একটি কিং কোবরা কে। ভয়ংকর বিষধর প্রজাতির সাপের মধ্যে অজগর (python), কিং কোবরা (king cobra) এগুলি অন্যতম কিন্তু ওই ছেলেটির পুরো মুখোমুখি আছে একটি বিশাল আকৃতির কিং কোবরা, যা রীতিমতো ছেলেটির দিকে তাকিয়ে রয়েছে। প্রায় ১০ ফুট দৈর্ঘ্য ওই সাপের কিন্তু তাতেও ছেলেটির কোন ভয় নেই; যা দেখে রীতিমতো চমকে যাচ্ছে সাধারণ মানুষ। এরপরই ছেলেটি ওই বিশাল আকৃতির সাপটির সামনে নাচতে থাকে; কখনো বা নাচতে নাচতে শুয়ে পড়ে, আবার খানিক পরে সাপটিকে তার হাতের মুঠোয় ধরে ফেলে।
View this post on Instagram
এমন এক ভিডিও উঠে এসেছে ইনস্টাগ্রামে ‘Earth.reel’ নামের অ্যাকাউন্ট থেকে ভিডিওটি দেয়া মাত্রই সেটি ভাইরাল হয়ে উঠেছে। ভিডিওটির সাথে ক্যাপশনে দেওয়া হয়েছে, “ছেলেটি কি করতে চাইছে”? সত্যি দর্শকদের আসল প্রশ্ন; ছেলেটি কি করতে চাইছে! যা দেখে সাধারণ মানুষ শিহরিত হচ্ছে।