×
ভাইরাল ভিডিও

কাচের গ্লাস থেকে জল পান করছে কুচকুচে কালো রঙের বিষাক্ত কোবরা সাপ, তুমুল ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

সোশ্যাল মিডিয়ার পাতায় হামেশাই সাপেদের নানান ভিডিও উঠে আসে। সাপ বিষধর হোক বা বিষহীন; সকলেই সাপ কে ভয় পায়। গোটা বিশ্ব জুড়ে প্রায় কয়েকশো প্রজাতির সাপ রয়েছে, এর মধ্যে পাইথন (python), গোখরো, অ্যানাকোন্ডা (Anaconda) ইত্যাদি হলো অন্যতম। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এরকমি এক বিষাক্ত কিং কোবরার (king cobra) ভিডিও ভাইরাল (viral) হলো। সাপটির আশ্চর্য্যজনক ভাবে কাচের গ্লাস থেকে জল খাওয়া দৃশ্য, সকল কে অবাক করেছে।

Advertisements

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে এক বিশাল আকৃতির কালো কুচকুচে গোখরো সাপ, একটি কাচের গ্লাস থেকে জল পান করছে। নিজের মতো করে জল খেয়ে সে প্রস্থান করে ওই জায়গা থেকে। ভিডিওটি টুইটারে এন সি সুকুমার (ncsukumr) নামের এক ব্যক্তি শেয়ার করেছে।
তিনি আরও জানিয়েছেন সাপটি জল খাওয়া সময় মুখ খোলেনি, শুধু নাকের ফুটো দিয়ে জল পান করছে।


টুইটারে আইএফএস অফিসার সুশান্ত নন্দা, বাঁদর বাচ্চা ও হাঁসের বাচ্চার একসাথে তরমুজ খাওয়া ভিডিও আপলোড করেছিল। সেই ভিডিওর কমেন্ট বক্সেই ওই ব্যক্তি এই ভিডিওটি তুলে ধরেছেন। স্বাভাবিক ভাবেই এমন একটি ভিডিও দেখে অবাক হয়ে গেছে নেটিজেনরা! অনেকেই আবার সাপটি কতোটা বড়ো সেই ব্যাপারে জানিয়েছেন।

Advertisements