সুন্দরী শিক্ষিকার সঙ্গে অরিজিৎ সিং এর গানে রোমান্টিক নাচ ছাত্রের! তুমুল সমালোচনা নেটদুনিয়ায়

শিক্ষক ছাত্রের সম্পর্ক শ্রদ্ধার কখনো বা স্নেহের। এতদিন পর্যন্ত এমনটাই যেনে এসেছিল সবাই; তবে দিন যত আধুনিক হচ্ছে বদলাচ্ছে সম্পর্কগুলো। মুঠোবন্দি ফোনের পাল্লায় পড়ে বদল এসেছে শিক্ষক-ছাত্রের সম্পর্কেও।
সম্প্রতি ভাইরাল (viral) হওয়া একটি ভিডিওতে স্কুলের মধ্যেই নাচতে দেখা গেছে “শিক্ষিকা এবং ছাত্রকে”। অশালীন নৃত্যের দৃশ্য মুহূর্তের মধ্যে হয়ে গেছে ভাইরাল। ভিডিও দেখে বোঝাই যাচ্ছে বয়সে বেশ বড় এক শিক্ষিকার সাথে নাচছে বেশ বড় বয়সের এক ছাত্র। অরিজিৎ সিং এর হিট হওয়া ‘তুম হি হো’ গানে শিক্ষিকা এবং ছাত্রের নাচ দেখে অবশ্য উচ্ছ্বাসিত ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় আপলোড করার সাথে সাথেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। নিন্দার ঝড় ওঠে নেট পাড়ায়। ইউটিউবে ‘Shaan creation’ নামের একটি চ্যানেল থেকে আপলোড করার ভিডিওটি, মুহূর্তের মধ্যে ৩৩ হাজার ভিউস পায়। যদিও এক বছর আগেই আপলোড করা হয়েছিল ভিডিওটি। এই ভিডিও দেখেই মন্তব্যের ঝড় আসছে! সেখানে উল্লেখ করা হচ্ছে ‘এভাবে কি বদলে যাচ্ছে শিক্ষক-ছাত্রের সম্পর্কের সমীকরণ’। যেখানে আগে শিক্ষক-শিক্ষিকাদের কাছে পর্যন্ত যেতে ভয় পেতো ছাত্রছাত্রীরা সেখানে হিন্দি গানে একসাথে নাচ তো ভাবনার অতীত।