ক্লাসের মাঝেই হিন্দি গানে তুমুল নৃত্য শিক্ষিকার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া, ৮ থেকে ৮০ সবাই সময় পেলেই সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ বোলাতে শুরু করে। ঠিক সেরকমই বিভিন্ন প্রতিভাবান শিল্পীদের গুণের মাধুর্য সোশ্যাল মিডিয়ার পাতাতে ফুটে ওঠে। সোশ্যাল মিডিয়ায় একবার কেউ জনপ্রিয়তা পেলে তার পরিচিতি থেকে যায় চিরকাল, আবার হঠাৎ অস্বাভাবিক অনেক কিছু তুলে ধরলে সেটিও ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ার পাতাতে।
সম্প্রতি এমনই এক শিক্ষিকার (teacher) ক্লাসের মাঝে নাচের ভিডিও ভাইরাল (viral) হল সোশ্যাল মিডিয়ার পাতাতে। ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা গেছে এক কম বয়সী শিক্ষিকা, পুরনো হিন্দি গানের ছন্দে ক্লাসের মাঝেই নেচে উঠেছে। এমন দৃশ্য দেখে কার্যত গোটা সোশ্যাল মিডিয়া অবাক! নৃত্য উপস্থাপনা করার সময় শিক্ষিকার পরনে ছিল সাধারণ সুতির শাড়ি এবং লাল ব্লাউজ।
সোশ্যাল মিডিয়ার পাতাতে এমন ভিডিও তুলে ধরতেই সেটি ভাইরাল হয়ে উঠেছে। কেউবা ওই শিক্ষিকার নৃত্য উপস্থাপনার তুমুল প্রশংসা করেছে, কেউবা ক্লাসের মাঝে এরকম আচরণ করার জন্য কটাক্ষ করেছে তাকে; সব মিলিয়ে ভিডিওটি আপাতত চর্চার কেন্দ্র বিন্দুতে রয়েছে।