Friday, January 21, 2022

O Saiyyonii, ফাঁকা ঘরে লাস্যময়ী ভঙ্গিতে মোহময়ী নাচ সুন্দরী বৌদির, নেটদুনিয়ায় মুহূর্তে ভাইরাল ভিডিও

ঘরের মধ্যে নাচলেই আজ ভাইরাল হওয়া যায়। কোনো টেলিভিশন বা রিয়ালিটি শোয়ের দরকার পরে না তার জন্য। সেরমই খুবই জনপ্রিয় ইনস্টাগ্রাম রীলস। সেই রীলসের মাধ্যমে দেখা গেল ঘরের মধ্যে হিন্দি গানে দারুন সুন্দর নাচ।

Arunita Kanjilal Song O Saiyyonii

লাল রঙের শাড়ি, কালো রঙের ব্লাউস পরে তাকে লাগছে খুবই সুন্দর। মাথায় সিঁদুর, হাতে ভর্তি চুড়ি, খোলা চুল ও সুন্দর মেকআপ তার সাথেই একটি হট নাচ যা মন কেড়েছে নেটিজেনদের। তাকে দেখে বোঝা যাচ্ছে নতুন বাঙালি বৌ। বেশ দারুন ভাবে গানের সাথে নিজের শরীর দুলিয়ে নাচ করে মাতালেন নেটদুনিয়া।

পবনদ্বীপ (Pawandeep) ও অরুনিতার (Arunita) গান ‘ও সাইওনি’। সেই গানেই নাচ করছে মহিলাটি। প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষের দেখে নিয়েছেন ভিডিওটি। তার সাথেই আছে লাইক ও অজশ্র কমেন্ট। সবার খুবই পছন্দ হয়েছে। কয়েকটি নাচের ভিডিও এর আগেই ভাইরাল হয়েছে তার। ইউটিউব চ্যানেল এর মাধ্যমেও সে বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকেন।

⚡ Trending News

আরও পড়ুন