বাঁদরছানাও আসক্ত স্মার্টফোনে, ফোন দেখেই মারলো টান! মুহূর্তেই ভাইরাল ভিডিও

ছোট থেকে বড় সকলেরই যেন অ্যান্ড্রয়েড ফোনের প্রতি এক আলাদাই ‘আসক্তি’ তৈরি হয়েছে! নতুন প্রজন্মের কথা তো বলা বাহুল্য ; তারা তো জন্ম থেকেই ফোন-মুখী; কোনো জিনিস নেই, যা তারা আয়ত্ত করতে পারেনি।
তবে এবার ধরা পরল ভিডিওতে এক সম্পূর্ণ আশ্চর্য জিনিস; না না মানুষের বাচ্চা নয়! এবার বাঁদরছানাকে দেখা গেল, ফোনের প্রতি আগ্রহ দেখাতে। বলা চলে সেও তো নতুন প্রজন্মই! বাঁদরছানার ফোনের প্রতি আসক্তি দেখে অবাক নেটিজেনরা! এ যেন এক ‘বিরল দৃশ্য’।
Young generation is mad with smart phones ☺️ pic.twitter.com/hFg8SH9VyZ
— Susanta Nanda IFS (@susantananda3) August 10, 2022
এমনই এক ভিডিও টুইটারে (twitter) আপলোড করেছেন, এক ‘বনবিভাগের কর্মী’ সুশান্ত নন্দা। ভিডিওটিতে দেখা গেছে এক বাঁদরছানার ভিডিও করছিল একজন, যেই না ফোনটি দেখা মনি সঙ্গে সঙ্গে তাতে টান দিতে শুরু করে ছোট্ট বাঁদর টি। পিছন দিক থেকে সেই বাঁদর ছানার মা আবার তাকে টেনে নিয়ে আসে। কিন্তু সেও ‘নাছোড়বান্দা’! ফোনটা দুহাত দিয়ে টানতেই থাকে। এমন এক ‘মজাদার ভিডিও’ কেইবা এড়িয়ে যেতে পারে! এই ভিডিওটি টুইটারে ছেড়ে, ওই বনবিভাগের কর্মী আবার ক্যাপশন দিয়েছেন, ‘আমাদের নতুন প্রজন্ম’! মুহূর্তেই ভাইরাল (viral) হয়ে গেছে ভিডিওটি; কমেন্টেও বহু মানুষের হাস্যরসাত্মক মন্তব্য এসে পড়েছে।