Sunday, November 28, 2021

অবিকল মানুষের মত করে গুছিয়ে ভাত খাচ্ছে বানর, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীদের

মানুষ হবার আগে আমরা কি ছিলাম সে ইতিহাস সবার মোটামুটি জানা। বানরের থেকে আমরা এসেছি একথা ইতিহাসে লেখা থাকলেও, একটি বানরের যদি সমস্ত কাজকর্ম মানুষের মতো হয় তাহলে কেমন হবে। ঠিক এরমই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে একটি খাবার টেবিলে এক মহিলা, তার ছেলে ও একটি বানর বসে আছে। মহিলাটি বানরটির মালকিন বলাই যায়। সামনে রাখা বিভিন্ন খাবার ভাত, ডাল, স্যালাড তাকে ছোট বাকি করে সাজিয়ে দিলো এবং সে সাথে সাথে মানুষের মতো করে খাওয়া শুরু করে দিলো।

সুন্দর করে সম্পূর্ণ মানুষের মতোই টেবিল চেয়ারে বসে খাচ্ছে। মাঝে সে খাবার ছড়িয়ে ফেলায় তার মালকিন তাকে খাইয়ে দিচ্ছে এরম দৃশ্য দেখা যায়। মা এবং সন্তানের ভালোবাসার মতোই মনে হচ্ছে এটি। ভিডিওটি দর্শকের খুব মনে ধরেছে।

বানরটির নাম ‘কোকো’ ভিডিও থেকে বোঝা যাচ্ছে যেটি বলে তার মালকিন তাকে বার বার ডাকছে। সবুজ রঙের একটু টি-শার্ট ও পরে আছে সে। সব মিলিয়ে তার কার্যকলাপ মানুষের থেকে কোনো অংশে কম নয়। আরও অনেক ভিডিওতে বিভিন্ন কাজে তাকে দেখা গেছে আগে এবং ভাইরাল হয়েছে সেই ভিডিও গুলিও।

⚡ Trending News

আরও পড়ুন