খোলা আকাশের নিচে সাপের বিরল মিলন দৃশ্য, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সাপের যৌন মিলন সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল নন। ওয়াকিবহাল না হওয়ার যথেষ্ট কারণও রয়েছে। সাপ মূলত একটু লোকচক্ষুর অন্তরালে থাকতে ভালোবাসে;কোন স্যাঁতস্যাঁতে জায়গা বা অন্ধকার কুঠুরি তাঁদের অত্যন্ত প্রিয়। আশেপাশে মানুষের আভাস পেলেই, পালিয়ে যায় নিজের জায়গা ছেড়ে। তবে নিজের প্রাণ সংশয় বুঝতে পারলে ছোবল মারতেও ছাড়ে না! মূলত লোকচক্ষুর অন্তরালে থাকার কারণেই, বেশীরভাগ মানুষই তাদের যৌন মিলনে লিপ্ত হতে দেখতে পান না।
তবে গ্রাম বাংলায় প্রায়ই দেখা মেলে এই রকম দৃশ্য।অনেকে আবার লাল কাপড় কিংবা গামছা ছুড়ে দেন সেই সময় সাপের গায়ে। পরে সেটিকে বাড়িতে নিয়ে এসে পুজো করেন। অনেকে আবার মনে করেন সাপের যৌন মিলন সামনে দেখা খুবই সৌভাগ্যের। সাধারণত মানুষ ছাড়া অন্য কোন প্রাণীই সকলের, অগোচরে যৌন মিলনে অভ্যস্ত নয়। তারা সবসময় খোলা আকাশের নিচেই যৌন মিলন করে থাকে। সেই কারণেই মানুষকে বিশ্বের সবথেকে সভ্য জীবদের মধ্যে প্রথমে রাখা হয়।
সম্প্রতি, ‘ভিলেজ ওয়াইল্ড লাইফ’ (Village Wildlife) নামক এক ইউটিউব (youtube) চ্যানেলে সাপের যৌন মিলনের দৃশ্য দেখা গিয়েছে। চোখের সামনে না হলেও মোবাইলের ছোট স্ক্রিনে দেখেই মন ভরাচ্ছেন অনেকে। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরালও হয়ে গিয়েছে। অসংখ্য লাইক এবং কমেন্ট পড়েছে ভিডিওটিতে। কেউ কমেন্ট করেছেন ‘জয় মা মনসা’, কেউ আবার ভিডিও গ্রাফারের উদ্দেশ্যে লিখেছেন ‘একটু সাবধানে ভিডিওগুলি করবেন’।