মাত্র ১৫ মাস বয়সে দুর্দান্ত কায়দায় পিয়ানো বাজিয়ে তাক লাগালো খুদে, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার দ্বারা গোটা বিশ্ব আজ হাতের মুঠোয়। অতি সহজেই যে কোন দৃশ্যর নিদর্শন পাওয়া যাচ্ছে এই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে। সারা বিশ্বের খবর পাওয়ার এক অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এই নেট দুনিয়ায়। বাচ্চা থেকে বড় সকলেরই সারা দিনের নানান কর্মকাণ্ড ধরা দেয় এখানে। স্বাভাবিকভাবেই হাসি, কান্না, দুঃখ, কষ্ট সব কিছুর মিশ্রণে তৈরি এগুলি। তবে নেটদুনিয়ায় বাচ্চাদের নানান কর্মকাণ্ড এক আলাদাই জায়গা দখল করে রয়েছে। প্রায়শই তাদের বিভিন্ন মুহূর্ত জনপ্রিয়তা পায়।

সোশ্যাল মিডিয়া থেকে একবার জনপ্রিয়তা পেলে, তাকে আর ফিরে দেখতে হয় না। বারংবার সে উঠে আসে ভাইরাল জগতে এবং দর্শকেরাও তাদের দেখতে চায়। এখনকার দিনের বাচ্চাদের আগে থেকে কিছুই শেখাতে হয় না, বলা বাহুল্য তারা যেন মায়ের পেট থেকে সবকিছু শিখে আসে। তাই তাদের অদ্ভুত ক্রিয়াকলাপ দেখার জন্য সাইবারবাসীরা অপেক্ষা করে থাকে। সম্প্রতি এরকমই এক খুদের শিশুর ভিডিও ব্যাপক ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওটিতে দেখা গেছে, মাত্র পনেরো মাসের একটি বাচ্চা রীতিমতো সুর তুলে পিয়ানো বাজাচ্ছে। যা সত্যিই অবাক করেছে সকলকেই! ভিডিওটি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে সকলে। এতোটুকু বয়সে কিভাবে অসাধারণ পিয়ানো বাজানো যায়, সেটি সকলের জিজ্ঞাসা! তবে ওই খুদে বালকটিকে তার বাবার কোলে বসে পিয়ানো বাজাতে দেখা গেছে।
তবে সে একবারের জন্য ওই পিয়ানোটিতে তার বাবাকে হাত দিতে দেয়নি, বরং তার বাবা যে সারেগামাপা গাইছিলো তারই সাথে সুর মেলাচ্ছিল সে। ইউটিউবে ‘Anuragh Vlogs’ নামের একটি চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। প্রায় ৫৫ হাজার ভিউজ সংখ্যা ছালিয়েছে ভিডিওটি। প্রত্যেকেই ঐ খুদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে।