অসাধারণ শিল্প! ঠোঁট দিয়ে কাগজে কারুকার্য করে তাক লাগলো টিয়া পাখি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বর্তমানে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। সাধারণ মানুষের পাশাপাশি, আনন্দ দেওয়া বিভিন্ন পশুপাখিদের কর্মকান্ড উঠে আসে এই নেটদুনিয়ার পাতায়। বিভিন্ন প্রজাতির পশুপাখিদের দুষ্টুমি দেখে রীতিমতো হাসির রোল ওঠে নেটদুনিয়ায়।
প্রাকৃতিক সৌন্দর্যকে টেক্কা দিতে পারে, এরকম কোন প্রযুক্তিরই আবির্ভাব এখনো হয়নি কিন্তু এই মুঠোফোন সেই প্রাকৃতিক সৌন্দর্যকেই এনে দিচ্ছে প্রযুক্তির পাতায়। তাই সাধারণ মানুষ প্রযুক্তিকে নির্ভর করেই বেঁচে থাকতে শিখেছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি লাভ বার্ডের কর্মকাণ্ড রীতিমত অবাক করে তুলেছে সাইবারবাসীদের! যেখানে দেখা গেছে একটি অতি সুন্দর দেখতে ছোট্ট লাভ বার্ড, নিজের গুনে ঠোঁটের সাহায্যে কাগজ কাটছে। তার কাগজ কাটার ভঙ্গিমাও ছিল অসাধারণ! সুন্দর আকৃতিতে কাগজ গুলিকে কেটে, তার পালকের সাথে আটকে নিচ্ছে সে। আসলে লাভ বার্ড (love bird)এরকমই একটি পাখি, যে সারাদিন বিভিন্ন ব্যস্ততায় নিজেকে জড়িয়ে রাখে।
ফেসবুকে ‘samima sarwar’
নামের একটি এক ব্যক্তি সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরেছিল। স্বাভাবিকভাবেই এমন বিরল প্রজাতির একটি ভিডিও, জনপ্রিয়তা কুড়িয়েছে নেটবাসীদের কাছ থেকে। তবে অনেকেই ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছে, এই ঘটনাটি এমন কিছু চমকপ্রদ নয়! এটি আসলে লাভ বার্ডের একটি স্বভাব। ডিম পাড়ার আগের মুহূর্তে বাসা তৈরি করার জন্য লাভ বার্ড ঠিক এভাবেই কাগজ কেটে নেয়। এটিই আলাদা করে তাদের সৌন্দর্য বাড়ায়না।