‘ছাম্মা ছাম্মা’ গানের তালে দুর্দান্ত নাচলেন সুন্দরী বিমান সেবিকা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়াটা পাতায় আজকাল যা কিছুই অস্বাভাবিক, তাই ভাইরাল ( viral) হয়ে ওঠে সহজেই। ৮ থেকে ৮০ এখন সবাই সোশ্যাল মিডিয়ার দর্শক। বর্তমান প্রজন্মের সুনাম পাওয়ার যেন অন্যতম ঠিকানা হয়ে দাঁড়িয়েছে এই সোশ্যাল মিডিয়া।
সবাই যে যার নিজের প্রতিভা তুলে ধরে সোশ্যাল মিডিয়ার পাতাতে। যে নাচ জানে সে নাচ, যে গান জানে সে গান। ঠিক সেরকমই এক বিমান সেবিকা এবার নিজের পেশা ছেড়ে নৃত্য প্রদর্শন করে মন কাড়েন নেটিজেনদের।
View this post on Instagram
‘উমা মীনাক্ষী’ (Uma Minakshi) পেশায় একজন বিমান সেবিকা, তবে তার নৃত্য প্রদর্শনীতে সে অধিক পরিচিতি পেয়েছে নেটদুনিয়ায়; তার নাচের তালে পাগল নেটপাড়ার বাসিন্দার। মাঝেমধ্যেই সে ইনস্টাগ্রামের বিভিন্ন রিলস ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ার পাতায় জনপ্রিয় হয়ে ওঠে। সম্প্রতি বলিউডের ‘ছাম্মা ছাম্মা’ গানের সাথে নাচতে দেখা গেছে তাকে; তার পরনে ছিল একটি বটল গ্রিন রঙের শর্ট স্কার্ট এবং কালো রঙের টিশার্ট। মরসুম দেখেই বোঝা যাচ্ছে সেটি বর্ষাকাল এর সাথে গানের তালে দুর্দান্ত স্টেপ মিলিয়ে নেটিজেনদের মন কেড়ে নিয়েছে এই বিমান সেবিকা। ইতিমধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার পাতায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।