×
ভাইরাল ভিডিও

‘আইলারে নয়া দামান’ গানে ছাদের উপর দুর্দান্ত নাচ ৫ সুন্দরী যুবতীর, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

Advertisements
Advertisements

‘নয়া দামান’ গানটি বেশ ভাইরাল (viral) সোশ্যাল মিডিয়াতে; বিভিন্ন জন এই গানে নেচে নিজেদের উপস্থাপন করেছেন। যার প্রায় সবগুলোই মন কেড়ে নিয়েছে দর্শকদের। আবারও ‘নয়া দামান’ গানে ‘পাঁচ যুবতীর’ নাচ ভাইরাল হল, সোশ্যাল মিডিয়ার পাতায়।

Advertisements

ভিডিওটি ইউটিউবে ‘কিউটনেস নেহা’ (cuteness neha) নামে একটি এঅ্যাকাউন্ট থেকে পাবলিশ করা হয়েছে। ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গেই,, প্রচুর পরিমাণে দর্শক এটি দেখেছে; যার ফলে এর ভিউজ সংখ্যা দাঁড়িয়েছে, ‘৫ লাখের’ও বেশি এবং ৩০০০ মানুষ এই ভিডিওটিতে লাইক করেছে।

ভিডিওটিতে দেখা গেছে ‘পাঁচজন যুবতী’, ‘নয়া দামান’ গানে সুন্দর ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করছে বাড়ির ছাদে। গানের সাথে প্রতিটি তাল তারা খুব সুন্দর ভাবে মিলিয়েছে। প্রত্যেকেই আলাদা আলাদা রঙের শাড়ি পড়েছে, কেউ লাল, কেউ আকাশী ,কেউ হলুদ, কেউ সবুজ, আবার কেউবা সাদা। প্রত্যেকের মুখেই ‘হালকা মেকআপ’, ‘খোলা চুল’ এবং ‘সুন্দর দৃষ্টিভঙ্গি’। এই ৫ সুন্দরী যুবতী খুব সাধারন উপস্থাপনা করে পাগল করে দিয়েছে সবাই কে। ভিডিওটি তে উপচে পরেছে, নেট পাড়ার বাসিন্দাদের সুন্দর মন্তব্য। কেউ বলেছে “Excellent”, কেউ বা আবার বলেছে “খুবই সুন্দর”।

Advertisements