বাঘের শাবককে মাতৃস্নেহে দুধ খাওয়াচ্ছে ওরাংওটাং! দেখুন ভাইরাল সেই দৃশ্য
বাঘের বাচ্চাকে ফিডিং বোতলে দুধ খাওয়াচ্ছে এক ওরাংওটাং, যা দেখে মুগ্ধ নেটিজেনরা

অনেক সময় চিড়িয়াখানার কোন পশু প্রাণীর শাবককে চিড়িয়াখানার কর্মীরা নিজের হাতে করে দুধ বা খাবার খাইয়ে দেয়, এই রকম দৃশ্য প্রায়ই আমাদের চোখের সামনে আসে। কিন্তু এবার চিড়িয়াখানার কর্মী নন, বাঘের বাচ্চাকে ফিডিং বোতলে দুধ খাওয়াচ্ছে এক ওরাংওটাং, যা দেখে মুগ্ধ নেটিজেনরা। সম্প্রতি, মাহিন্দ্রা গ্রুপের ( Mahindra group) সভাপতি আনন্দ মাহিন্দ্রা (Ananda Mahindra) নিজের ট্যুইটার (twitter) হ্যান্ডেলে এক ভিডিও শেয়ার করেছেন, যাতে দেখা গিয়েছে এমনই দৃশ্য। তবে এই প্রথম নয়, প্রায়ই এই রকম ভিডিও শেয়ার করেন আনন্দ মাহিন্দ্রা, তাতে কোন সময় থাকে মজার বিষয় আবার কখনও শিক্ষণীয় বিষয়। তবে এক ওরাংওটাং-এর মাতৃস্নেহ মন কেড়েছে নেটিজেনদের। যা দেখার পরে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনেকেই।
Sometimes you feel like your kids belong to a different species but you’re crazy about them nevertheless! 😊 pic.twitter.com/rD9IGohPQq
— anand mahindra (@anandmahindra) August 7, 2022
ভিডিওটিতে দেখা গিয়েছে এক সাদা বাঘের বাচ্চাকেও, তাকেও সমান ভাবেই দুধ খাইয়ে দিচ্ছে এই নিরীহ প্রাণীটি। তবে শুধু দুধ খাইয়ে দেওয়া নয়, তাদের সাথে খেলতেও ব্যস্ত ওই ওরাংওটাং। ভিডিওতে দেখা যাচ্ছে, কোলে নিয়ে নিজের সন্তানের মতোই আদর করছে ওরাংওটাং। নেটিজেনদের অনেকে আবার কমেন্ট করেছেন, মায়ের কাছে সন্তান স্নেহ সবার আগে, সে যারই সন্তান হোক না কেন। অনেকে আবার বলছেন, দিব্যি মায়ের আদরে বেড়ে উঠছে বাচ্চাগুলি। এই রকম মাতৃস্নেহ অনেকের কাছেই বিরল ঘটনা। অনেকে আবার কমেন্ট করে বলেছেন, ‘দেখে মনে হচ্ছে বাঘের শাবকগুলি ওরাংওটাং-এরই সন্তান’।