বাঁশ দিয়ে দুর্দান্ত কায়দায় ইঁদুর মারার ফাঁদ তৈরি করলো যুবক, অবাক নেটদুনিয়া, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

টিভির পর্দায় টম এন্ড জেরির সেই ছোট্টই ইঁদুর সকলকে মজা দিলেও, ঘরের ভিতরে থাকা ছোট বড় ইঁদুরের জ্বালায় প্রায় জেরবার হয়ে ওঠে গৃহস্থ বাড়ির সদস্যরা। ইঁদুর দেখতে ছোটখাটো হলেও, আসলে ভীষণ ক্ষতি করতে পারে। জামা-কাপড় নষ্ট করা থেকে শুরু করে বই-খাতা এমনকি ফসল পর্যন্ত নষ্ট করে দিতে পারে একটি ইঁদুর। বাংলাদেশে ইঁদুরের এতটাই উপদ্রব রয়েছে যে, ধানের ৫-৭ ভাগ, আলুর ৫-৭ ভাগ, গমের ৪-১২ ভাগ নষ্ট হয়ে যাচ্ছে। গোটা বিশ্বজুড়ে প্রায় ১৭০০ প্রজাতির ইঁদুর রয়েছে, যার মধ্যে ১২ টির বেশী ক্ষতিকারক।
২০২১ সালে করা এক গবেষণায় দেখা গেছে, এশিয়াতে থাকা ইঁদুর প্রায় ১৮ কোটি মানুষের ধান-চাল সব খেয়ে নষ্ট করে ফেলেছে। এছাড়া ইঁদুরের মলমূত্র বা লোম যদি কোনোভাবে খাবারের সাথে মিশে যায় তাহলে; প্লেগ, কৃমি, জন্ডিস, টাইফয়েড এরকম বিভিন্ন রোগ বাসা বাঁধতে পারে শরীরে। এমনকি রেললাইন, সড়ক, বাঁধ এইসব জায়গাতেও গর্ত করে অতি সহজেই ক্ষতি বয়ে আনতে পারে একটি ইঁদুর।
অনেকেই বিভিন্ন রকম প্রচেষ্টা চালায় ইঁদুর দমনের জন্য। তবে সঠিক পদ্ধতি জানা না থাকলে, সবকিছু জেরবার করে দেবে ইঁদুরের বংশধরর। তাহলে জেনে নিন কিভাবে, কি জিনিস থেকে আসতে পারে ইঁদুর।
১) সব্জি, আলু, বাদাম লাগানোর সময় এবং ফসল ধরার সময় ইঁদুর আসতে পারে।
২) গমের থোড় হওয়ার আগে, ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ ইঁদুর আসতে পারে।
৩) আখরোপণের সময় মাটি ও আইলের দমনকালীন সময়ে ইঁদুর আসতে পারে।
এবার জেনে নিন, এই ইঁদুর কি করে দমন করবেন:
একটি খুব সহজ পদ্ধতির দ্বারা ইঁদুর দমন করা সম্ভব, সেটি হল; অরাসায়নিকভাবে ঘরবাড়ি এবং খেতের আশপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গুদাম ঘরে দরজার ফাঁক সব বন্ধ করে দিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।