চোখের নিমিষে খোলস ছেড়ে বেড়িয়ে আসছে বিশালাকার সাপ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

আধুনিক বিশ্বের মানুষের সর্বক্ষণের সঙ্গী সোশ্যাল মিডিয়া আর সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং ভাইরাল (viral) ভিডিও সমার্থক হয়ে দাঁড়িয়েছে। তবে সব সময় ভাইরাল হওয়া ভিডিও যে মানুষের জ্ঞানের জন্য হয়, সেটা কিন্তু নয়। প্রায়ই অনেক রকম হাস্যকৌতুক ভিডিও আমাদের চোখে পড়ে!তবে সব থেকে যেটি বেশি চোখে পড়ে তা হলো সাপের ভিডিও।
মানুষ সবসময়ই সাপকে একটু নমতোস্য করে চলতেই পছন্দ করে। তার কারণ হিসাবে অবশ্যয় সাপের প্রতি মানুষের ভয়। তবে সাপের ওপর অযথা ভয়ের কোনো কারণ নেই বলেই বলছেন সর্প বিশেষজ্ঞরা। সাপ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। তবে সাপের রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য। যেমন শীতের সময় এরা শীত ঘুম দেয়, আবার এদের চোখের পাতা নেই মানুষের মতো। তবে সবথেকে বিশেষ বৈশিষ্ট্য হলো সাপের খোলোস ছাড়া, যা দেখতে মানুষ সব সময় পছন্দ করে।
সম্প্রতি সেই রকমই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ‘জয় প্রিহিস্টরিক পেটস’ (Joy Prihistoric Pet’s) নামের এক ইউটিউব চ্যানেলে নিজের খোলস ত্যাগ করে বেরিয়ে আসতে দেখা গিয়েছে এক সাপকে। যা ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিও।