ভাঙ্গা বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো ভয়ংকর বিষাক্ত সাপ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

গোটা বিশ্বজুড়ে বিভিন্ন প্রজাতির ভয়ংকর সাপ রয়েছে। সাধারণ মানুষ বরাবরই এই প্রজাতির প্রাণীদের থেকে শত হস্ত দূরে থাকে, তবে সোশ্যাল মিডিয়ার দয়াতে এখন প্রায়শই বিভিন্ন প্রজাতির সাপের ভিডিও উঠে আসে অতি সহজেই। সামনে থেকে এ জাতীয় দৃশ্যগুলি উপভোগ করতে না পারলেও, সোশ্যাল মিডিয়ার পাতায় এইসব দৃশ্যগুলি বেশ বিনোদন জোগায়। এমনকি অনেক সময় সাবধানতা অবলম্বন করতেও শিখিয়ে দেয় সাধারণ মানুষকে।
বিষাক্ত ভয়ংকর সাপেদের মধ্যে পাইথন, কোবরা, কেউটে এগুলি হল অন্যতম। অজগর সাপ (python) তো আবার একটা গোটা মানুষকেও গিলে খাওয়ার ক্ষমতা রাখে। এছাড়া চারিদিকে বন-জঙ্গল, গাছ-গাছালি যত কেটে দেওয়া হচ্ছে; এদের বসবাস বেড়ে যাচ্ছে ঘরবাড়িতে। এর ফলে সাধারণ মানুষের নিত্যদিনের উপদ্রব বেড়েই চলেছে। বিশেষ করে গ্রামবাংলায় বিভিন্ন ভয়ঙ্কর সাপের দেখা মিলছে ঘরের ভিতরে।

এরপরেই রফিক এসে উপস্থিত হয় ওই পরিত্যক্ত বাড়িটিতে। সে একটি পাতলা ক্রেনের সাহায্যে অত্যন্ত সাবধানতার সাথে সাপটিকে উদ্ধার করে এবং বোঝাই গেছে, সে অত্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত একজন মানুষ। প্রথমে এসে হাত দিয়ে সাপের লেজটি ধরে সে, তারপরে আস্তে আস্তে গোটা সাপটিকে তুলে বস্তার মধ্যে ঢুকিয়ে নেয়। সম্পূর্ণ পদ্ধতিটি সে তার নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও করে পোস্ট করে।