×
ভাইরাল ভিডিও

ঘুমন্ত বাবাকে বিরক্ত করতে ব্যস্ত সিংহ শাবক, ঝড়ের গতিতে ভাইরাল মিষ্টি ভিডিও

Advertisements
Advertisements

জঙ্গলের পশুরাজ বলে আখ্যা দেওয়া হয় ‘সিংহ’ কে; সাধারণ মানুষ এদের থেকে শতহস্ত দূরে থাকলেও, জঙ্গলে এদের নানান কর্মকান্ড সোশ্যাল মিডিয়ার পাতা থেকে বেশ উপভোগ করেন নেটিজেনরা। এছাড়া চিড়িয়াখানার খাঁচার ওপারেও দেখা মেলে এইসব হিংস্র জাতীয় প্রাণীদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় এক সিংহ ছানার, মজার দৃশ্য উঠে এলো সোশ্যাল মিডিয়ার পাতায়; যা দেখে রীতিমতো হবগাক হয়ে গেছে নেটপাড়ার বাসিন্দারা।

Advertisements

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গেছে, এক সিংহ শাবক তার বাবাকে জাগানোর জন্য পশুরাজ সিংহর গায়ের উপর দিয়ে হেঁটে চলেছে। এরপরেই পশুরাজ সিংহের ঘুম ভেঙে যায়! ভিডিও এগোতেই দেখা যায় বাবা ও সন্তানের আদরের মুহূর্ত। স্বাভাবিকভাবেই এমন দৃশ্য দেখে নেটিজেনদের মনে আবেগের সঞ্চার হয়েছে।

 

View this post on Instagram

 

Shared post on

মাত্র দুদিন আগেই আপলোড করা ওই ভিডিওটিতে প্রায় ২ হাজার মানুষ লাইক দিয়েছে। এছাড়া নেটিজেনদের একাংশ ভিডিওর কমেন্ট বক্সে নানান মন্তব্য তুলে ধরেছে; কেউ বলেছে “আমি তো কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গেছিলাম”, অন্য একজন বলেছে “নেটদুনিয়ায় এটি সবথেকে সুন্দর একটি ভিডিও”। বর্তমানে এই ভিডিওটি ঘিরে চর্চা হয়ে শুরু হয়েছে নেটদুনিয়ার পাতায়।

Advertisements