×
ভাইরাল ভিডিও

দেখা মিলল বিরল প্রজাতির সাদা কোবরা সাপের, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

সোশ্যাল মিডিয়ার পাতায় জনপ্রিয়তা পাওয়া ভিডিওগুলির মধ্যে সাপের ভিডিও হল অন্যতম। প্রায়শই সাপেদের নানান কর্মকাণ্ড এসে জমা হয় সোশ্যাল মিডিয়ার পাতায় আর এইগুলি সাধারণ মানুষের মনে আতঙ্ক জাগিয়ে তোলে। শিহরণ জাগানো বিভিন্ন সাপের ভিডিও দেখে সাধারণ মানুষ যেমন সাবধান হয়, ঠিক সেরকম ভাবে উপভোগও করে। বিষাক্ত সাপেদের কর্মকাণ্ড সহজে সামনে থেকে দেখা যায় না কিন্তু গ্রামবাংলায় তাদের নানান ক্রিয়াকলাপ মুঠোফোনের পাতায় উঠে আসে।

Advertisements

গোটা বিশ্বজুড়ে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। যেমন বিষধর সাপ রয়েছে, সেরকম বিষহীন সাপও রয়েছে। কখনো কখনো এদের নানান মুহূর্তের দ্বারা চমকিত হয় সাধারণ মানুষেরা, আবার কখনো দেখা যায় বিষধর সাপকেও পোষ্য বানিয়ে ফেলেছে কেউ কেউ। আবার কখনো দেখা যায় গ্রামাঞ্চলে লোকালয়ের মধ্যে ঢুকে পড়েছে বিশাল আকৃতির পাইথন। সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে, একেবারে বিরল প্রজাতির সাদা রঙের কোবরা (king cobra) সাপকে।

বিষধর সাপেদের মধ্যে অন্যতম হলো এই কোবরা সাপ। তবে সাদা রঙের কোবরা সাপ যেন একটু ভিন্ন ধরনের। এই ভিডিওটিতে কোথা থেকে ওই সাপটিকে উদ্ধার করা হয়েছে তা জানা যায়নি, তবে তার সৌন্দর্য দেখে সকলেই মুগ্ধ হয়েছে। তবে ওই সাদা সাপটি যে প্রচন্ড বিষধারই, সেটি বুঝতে কারোর কোন অসুবিধা হয়নি। ভিডিওতে দেখা গেছে, ওই সাপটি রীতিমতো ফনা তুলে রয়েছে! যা সত্যি শিহরণ জাগানো।

ইউটিউব রিলস থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। যা বর্তমানে ভাইরাল হয়ে উঠেছে। সর্প বিজ্ঞানীরা জানিয়েছে, এই জাতীয় সাপ যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে তারা ১০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। তবে এদের আপাত দৃষ্টিতে দেখলে সাদা লাগলেও, আসলে এদের গায়ে রামধনুর মত রং আছে; যা রোদ পড়লে ঝলমল করে। এই প্রজাতির সাপেরা সাধারণত রাতের বেলায় বেরোয় এবং শিকার ধরে।

Advertisements