×
ভাইরাল ভিডিও

বাড়ির ভেতর থেকে উদ্ধার হল বিরল প্রজাতির গোলাপী রঙের সাপ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতা বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। যেখানে বিভিন্ন ভিডিও বা ছবি খুব সহজেই জনপ্রিয়তা পাচ্ছে। সাধারণ মানুষ নানান কাজের মাঝে এই জাতীয় জিনিসগুলি দেখে বেশ আনন্দ উপভোগ করছে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়া ভিডিওগুলির মধ্যে সাপের ভিডিও হল অন্যতম।

Advertisements

সাধারণ মানুষ যে কোন প্রজাতির সাপ দেখে শতহস্ত দূরে থাকলেও, মুঠোফোনের পাতায় সেই ভিডিওগুলি দেখে বেশ আনন্দ পায়। সরীসৃপদের নানান চমৎকার কাহিনী ফুটে ওঠে এই নেটদুনিয়ার পাতায়। যেখানে কখনো দেখা যায় গ্রামবাসীকে আতঙ্কিত করে তুলছে বিষধর সাপ, আবার কখনো সেই বিষধর সাপকেই পোষ্য বানিয়ে নেয় কেউ কেউ সম্প্রতি এমনই এক বিষধর ভিডিও ভাইরাল (viral) হয়েছে দুনিয়ার পাতায় ।

যেখানে দেখা গেছে ক্লাবহাউসে বাসা বেঁধেছে বিরল প্রজাতির এক সাপ। সাপ উদ্ধারেরকর্মীকে সেখানে ডেকে পাঠানো হলে, সে জানায় সেটি আসলে বুনগারুস কাইরেলিউস (bungarus caeruleus) প্রজাতির বা কালো চিতি নামক বিষধর সাপ। এই সাপের আকার খুব বড় হয় না কিন্তু এরা স্বভাবত খুব হিংস্র। এরা সাধারণত যে কারোর বাড়িতে রাতের বেলায় প্রবেশ করে এবং ঘুমন্ত ব্যক্তিকে কামড়ায়।

সাপ উদ্ধারকারী কর্মী ‘আরিফ’ আরো জানায় যে, এটি একটি বিরল প্রজাতির সাপ। মানুষের যেমন শ্বেতি রোগ হলে সাদা হয়ে যায়, ঠিক সেরকম ভাবেই কালো চিতি সাপের রং হালকা গোলাপি কারণ এদেরও শ্বেতি আছে। ওই সাপ উদ্ধারকারী কর্মীটি বহু সন্তপর্নে এই সাপটি উদ্ধার করে নিয়ে যায়। যার ফলে নেটিজেনদের প্রত্যেকেই বেশ প্রশংসা জানিয়েছে আরিফ নামক ব্যক্তিকে। এই সম্পূর্ণ ভিডিওই দেখা গেছে ‘মির্জা মোহাম্মদ আরিফ’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে। ১১ই নভেম্বর আপলোড করা ভিডিওটি বর্তমানে ৪৪ হাজার মানুষ দেখেছে।

Advertisements