×
ভাইরাল ভিডিও

চোখের নিমিষে বড় হয়ে গেল বিরল গোলাপী পাইথনের বাচ্চা! ভিডিও দেখে অবাক নেটজনতা

Advertisements
Advertisements

সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বিভিন্ন চমকপ্রদ জিনিসের সাক্ষী হওয়া যায়। গোটা দেশ এখন মুঠোফোনের দর্শক। করোনাকালীন পরিস্থিতিতে আরো বেশি করে দেশের মানুষের উপর জাঁকিয়ে বসেছে এই মুডাফোন। বিশ্বের নানান প্রান্তের খবর পাওয়ার অন্যতম ভান্ডার হয়ে দাঁড়িয়েছে এই সোশ্যাল মিডিয়া।

Advertisements

সাধারণ মানুষ বাদেও বিভিন্ন প্রজাতির প্রাণীদের নানান কর্মকাণ্ড উঠে আসে এখানে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়া ভিডিওগুলির মধ্যে সাপের ভিডিও হল অন্যতম। প্রায়শই বিভিন্ন প্রজাতির সাপের দেখা মেলে এখানে। সামনে থেকে সকলে দূরত্ব বজায় রেখে চললেও, সোশ্যাল মিডিয়ার পাতায় সাইবারবাসিদের নজর কাড়ে এই জাতীয় ভিডিওগুলি।

সম্প্রতি এরকমই এক বিষাক্ত পাইথন (python) সাপের অবাক করা মুহূর্ত ভাইরাল হলো নেট দুনিয়ার পাতায়। যেখানে দেখা গেছে, একটি টিস্যুর মধ্যে রাখা রয়েছে একদম ছোট্ট একটি পাইথন সাপের বাচ্চা। এরপর এক ব্যক্তি পাশ থেকে ওই সাপটির উপরে জল ঢেলে দেয়। মুহূর্তের মধ্যে দেখা যায়, একটি বিশাল আকৃতি ধারণ করেছে সাপটি! তবে এটি যে ক্যামেরার কারসাজি তা বলার অপেক্ষা রাখে না।

 

View this post on Instagram

 

Shared post on

Insurance coverage provided by UnitedHealthcare Insurance dítě hvězdy or its affiliates Payer Initiated Reductions. PR. Patient Responsibility. Reason. Code.

ভিডিওতে দেখানো পাইথন সাপটি হল ‘গ্রিন ট্রি পাইথন’। তবে ভিডিওতে ব্যবহার করা ফিল্টারের তার রং সবুজ না হয়ে বেগুনিতে রূপান্তরিত হয়েছে। ইনস্টাগ্রামে ‘ওয়ার্ল্ড অফ স্নেক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি তুলে ধরা হয়েছিল। ৩৭ হাজার মানুষ ভিডিওটি পছন্দ করেছে। তবে সকলেরই একটাই প্রশ্ন, কেন তার গায়ের রং পরিবর্তিত লাগছে।

Advertisements