×
ভাইরাল ভিডিও

বাড়ির ভিতরে ঢুকে পড়েছে এক বিষাক্ত সাপ, ভিডিও দেখে হাড়হিম নেটিজেনদের

Advertisements
Advertisements

গোটা বিশ্বের খবর আজ হাতের মুঠোয় এনে দিয়েছে ইন্টারনেট। ইন্টারনেটকে ব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আজকাল যে কোন খবরই অতি সহজেই মানুষের বেডরুমে চলে আসছে। সাধারণ মানুষ বাদেও নানান প্রজাতির পশু পাখিদের ভিডিও হামেশাই নজর কাড়ছে সাইবারবাসীদের। সোশ্যাল মিডিয়ার পাতায় জনপ্রিয়তা পাওয়া ভিডিওগুলির মধ্যে সাপের ভিডিও হল অন্যতম।

Advertisements

সাপ জাতীয় প্রাণীদের থেকে যে কেউ দূরত্ব বজায় রেখে চললেও, সোশ্যাল মিডিয়ার পাতায় এদের কর্মকান্ড বেশ নজর কাড়ে। সম্প্রতি এরকমই এক হাড়হিম করা ঘটনার সাক্ষী রইল সাইবারবাসীরা। এখানে দেখা গেছে রীতিমতো ঘরের ভেতর ঢুকে রয়েছে বিষধর গোখরা সাপ।

রীতিমতো গৃহস্থ গাড়ির ভেতর থেকে একটি সাপুড়ে ওই সাপটিকে উদ্ধার করে। বাড়ির মালিক বলে, রাতে শুয়ে থাকার সময় তাদের পায়ের সামনে দিয়ে কিছু একটা চলে গিয়েছিল। এরপর তারা ফোসফোস শব্দ শুনতে পেয়েছিল। আর তখনই তারা সন্দেহ করে যে, সাপ ঢুকেছে এবং ওই সাপ উদ্ধারকারী কর্মীকে খবর দেয় ।

অত্যন্ত দক্ষতার সাথেই ওই ব্যক্তি সাপটিকে উদ্ধার করে এবং ব্যাগে ভরে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দেয়। ইউটিউবে ‘Repto Pedia’ নামের একটি চ্যানেল থেকে এই সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরা হয়েছিল এক সপ্তাহ আগে। ইতিমধ্যেই পাঁচ হাজার মানুষ এই ভিডিওটি দেখেছে এবং ২৪০ জন মানুষ ভিডিওটি পছন্দ করেছে। সাইবারবাসীরা তাদের আতঙ্কের নানান কথা জানিয়েছে ভিডিওর কমেন্ট বক্সের মাধ্যমে।

Advertisements