কয়েক মুহূর্তেই আস্ত একটি সাপকে উগড়ে দিলো বিষধর কোবরা, ভাইরাল ভিডিও দেখে অবাক নেটবাসী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বিভিন্ন প্রজাতির প্রাণীদের সম্পর্কে জানা যায়। জনপ্রিয়তা পাওয়া ভিডিওগুলির মধ্যে অন্যতম হলো বিভিন্ন সাপের ভিডিও। গোটা বিশ্বজুড়ে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে কিন্তু এদেরকে সামনে থেকে দেখা সত্যি দুষ্কর ব্যাপার! তবে আজকাল মুঠোফোনের পাতায়, এই জাতীয় বিভিন্ন সাপকে দেখা অতি সহজ হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন সাপ উদ্ধারকারী কর্মীরাও সোশ্যাল মিডিয়া থেকে জনপ্রিয়তা অর্জন করে নিচ্ছে।
প্রায়শই নানা বিষধর বিষাক্ত সাপের মুহূর্ত বেশ জনপ্রিয়তা পায় নেট দুনিয়ার পাতায়। সম্প্রতি এরকমই এক বিষধর কোবরার সাপের মুহূর্ত ব্যাপক ভাইরাল (viral) হল সোশ্যাল মিডিয়ায়। এটি উড়িষ্যার ভদ্রকে ঘটেছে, সেখানে একটি সাপ উদ্ধারকারী কর্মীকেও উপস্থিত হতে দেখা গেছে। সে ওই বাড়িতে পৌঁছায় এবং বিভিন্ন আসবাবপত্র সরিয়ে সাপটিকে দেখতে পায়। এরপর অতি সাবধানে সে সাপটিকে ধরে ফেলে আস্তে আস্তে, ঘরের বাইরেও নিয়ে আসে।
সাপ উদ্ধারকারী কর্মী ‘মির্জা মোহাম্মদ আরিফ’ জানান, ছোটো সাপ বড় সাপের থেকে বেশি ভয়ঙ্কর কারণ তারা তাদের সর্বশক্তি দিয়ে বিষ ঢেলে যায়। ভিডিওটিতে আর একটি জিনিস সকলের নজর কাড়ে; যেখানে দেখা যায়, আগে থেকেই ওই সাপটি আরেকটি সাপকে খেয়ে বসেছিল, তাই সে কিছুক্ষণের মধ্যে উপড়ে দেয় সেটিকে।
ইউটিউবে ‘মির্জা মোহাম্মদ আরিফ’ নামের একটি চ্যানেল থেকে সম্পূর্ণ ভিডিওটি আপলোড করা হয়েছিল। যেখানে দেখা যায়, সাপটিকে ব্যাগের মধ্যে ভরে নেয় ঐ সাপ উদ্ধারকারী কর্মীটি। সকলকে তিনি জানিয়েছেন যে, সাপে কামড়ালে দেরি না করে দ্রুত হাসপাতালে পৌঁছাতে। ইতিমধ্যে এই ভিডিওটি ভাইরাল হয়ে উঠেছে। হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছে এবং প্রচুর মানুষ এই ভিডিও পছন্দ করেছে। প্রত্যেকেই ভিডিও কমেন্ট বক্সে জানিয়েছে যে, লোকটি কতটা সাহসী। এ ছাড়া কেউ লিখেছে, এই সাপ কি করে, অপর জলজ্যান্ত আর একটি সাপকে গিলে নিলো! কি সাংঘাতিক।