×
ভাইরাল ভিডিও

বাড়ির ভেতর ঢুকে বসে রয়েছে বিষাক্ত কোবরা সাপ, বের করতে গিয়েই ঘটল বিপদ, ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

মিডিয়ার পাতায় চোখ রাখলেই বিভিন্ন ভয়ঙ্কর প্রজাতির প্রাণীদের নিদর্শন পাওয়া যায়। বিভিন্ন জনপ্রিয়তা পাওয়া ভিডিওগুলির মধ্যে সাপেদের ভিডিও হলো অন্যতম। প্রায়শই বিভিন্ন বিষাক্ত সাপেদের কর্মকাণ্ডের সাক্ষী হওয়া যায় এই নেটদুনিয়ার পাতা থেকেই। বিষাক্ত প্রজাতির সাপেদের মধ্যে হল অন্যতম; পাইথন, কোবরা রাসেল ভাইপার প্রভৃতি। সম্প্রতি এরকমই এক কিং কোবরা (king cobra) সাপের হাড়হিম করা ভিডিও ভাইরাল (viral) হল সোশ্যাল মিডিয়ার পাতায়।

Advertisements

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে ঘরের মধ্যেই ঘাপটি মেরে বসে রয়েছে, একটি বিশাল আকৃতির কোবরা সাপ। স্বাভাবিকভাবেই এটি দেখে বাড়িতে বসবাসকারী মানুষেরা আতঙ্কিত হয়ে উঠেছে! এরপরই ওই সাপকে বের করতে পরিবারের লোকেরা ডেকে এনেছে, এক সাপ উদ্ধারকারী কর্মীকে আর সে এসে রীতিমতো লাঠি দিয়ে সাপটিকে ধরে ফেলে ও ব্যাগের মধ্যে ভরেও নেয়।

তবে এই কাজটি মোটেই সোজা ছিল না!মির্জা মোহাম্মদ আরিফ নামের উদ্ধারকারী কর্মীটি আসার আগে, বাড়িতে থাকা ওই বিষাক্ত সাপটি একটি ছোট্ট বাচ্চা মেয়েকে ছোবল মারতে যাচ্ছিল। তবে একটুর জন্য সে বেঁচে যায়! স্বাভাবিকভাবেই কোবড়ার মত বিষাক্ত সাপ একবার যদি কাউকে ছোবল মারে, তাহলে তার বেঁচে থাকা দায় হয়ে পড়ে। এই প্রজাতির সাপ যদি কাউকে কামড়ায় তাহলে, তার কার্ডিয়াক এরেস্ট এবং শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে।

ইউটিউবে ‘মির্জা মোহাম্মদ আরিফ’ নামের একটি চ্যানেল থেকে সম্পূর্ণ ভিডিওটি আপলোড করা হয়েছিল। দেখা গেছে অনেক কষ্টে ওই উদ্ধারকারী কর্মীটি সাপটিকে ব্যাগে ঢুকিয়েছে। এমনকি সাপটির নানান কর্মকাণ্ড ধরা পড়েছে ওই ইউটিউব চ্যানেলের ভিডিওটিতে।

Advertisements