×
ভাইরাল ভিডিও

সাপের গলায় আটকে গিয়েছে প্লাস্টিকের পাইপ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া

Advertisements
Advertisements

সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বিভিন্ন ধরনের দৃশ্যের সাক্ষী হওয়া যায়। মন ভালো করা হোক বা মন খারাপ করা, অতি সহজেই যে কোন ভিডিও ভাইরাল হয়ে উঠছে এই নেট দুনিয়ার পাতা থেকে। সাধারণ মানুষ বাদেও নানান প্রজাতির প্রাণীদের ভিডিও এখানে দেখা যায়। গোটা বিশ্ব আজ হাতের মুঠোয় এসেছে, শুধুমাত্র এই প্রযুক্তির মাধ্যমে।

Advertisements

সোশ্যাল মিডিয়ার পাতায় জনপ্রিয়তা পাওয়া ভিডিওগুলির মধ্যে সাপের ভিডিও হল অন্যতম। প্রায়শই বিভিন্ন প্রজাতির সাপেদের দেখা মেলে দুনিয়ার পাতায়। সম্প্রতি এইরকমই এক বিষাক্ত সাপের মুহূর্ত ব্যাপক ভাইরাল হল সোশ্যাল মিডিয়া থেকে। যেখানে দেখা গেছে এক ব্যক্তি একটি সাপ উদ্ধার করেছে, পরিত্যক্ত একটি বাড়ি থেকে। ওই বাড়ির মালিক জানায় তাদের বাড়িতে সিঁড়ির নিচে গর্ত রয়েছে, সেখানেই এই সাপটিকে দেখা গিয়েছিল। এরপর ওই উদ্ধারকারী কর্মী প্রথমে সিঁড়ি এবং তারপরে পুরো ঘরের মেঝে খুঁড়ে ওই বিষধর সাপটিকে উদ্ধার করে।

তবে সাপটিকে দেখে সকলেই ভয় পেয়ে যায় কারণ তার গলায় আটকে ছিল একটি প্লাস্টিকের পাইপের টুকরো। তাকে বাঁচানোর জন্য সেই পাইপটি কেটে মাথাটি বের করে ওই সাপ উদ্ধারকারী কর্মীটি। নিরীহ প্রাণীটি অনেকক্ষণ আহত অবস্থায় ছটফট করছিল। এরপর তাকে জল দিয়ে পরিষ্কার করা হয়।

ইউটিউবে ‘Mohit Kashyap sarpmitra’ নামে চ্যানেল থেকে প্রায় ১ মাস আগেই ভিডিওটি আপলোড করা হয়েছিল। প্রত্যেকেই রীতিমতো আতঙ্কিত হয়েছে এমন বিষধর দৃশ্য দেখে। জানা গেছে সাপটি ‘নাজা নাজা’ প্রজাতির। ইংরেজীতে একে বলা হয় স্পেক্টাকল্ড কোবরা।

Advertisements