পাইপের একপ্রান্তে থাকা মুরগির উপর ঝাঁপিয়ে আক্রমন করলো বিশাল অজগর, ঝড়ের গতিতে ভাইরাল হাড়হিম করা ভিডিও

বিশ্বের নানান প্রান্তে ঘটে যাওয়া ঘটনার সাক্ষী হয়ে দাঁড়াচ্ছে সোশ্যাল মিডিয়া। মুঠোফোনের মাধ্যমে উঠে আসছে জগতের নানান কাহিনী। সাধারণ মানুষ বাদ দিয়ে, পশুপাখিদেরও নানান কর্মকাণ্ড উঠে আসে এই নেটদুনিয়ার পাতায়। জনপ্রিয়তা পাওয়া ভিডিওগুলির মধ্যে সাপের ভিডিওগুলো অন্যতম! সম্প্রতি এরকমই এক অজগর (python) সাপের ভয়ংকর ভিডিও ভাইরাল (viral) হল নেট দুনিয়ার পাতায়।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, একটি জলা জায়গার মধ্যে রাখা আছে সরু প্লাস্টিকের পাইপ; যার অপরপ্রান্তে একটি মুরগি বাঁধা রয়েছে। বলা বাহুল্য এটি আসলে একটি ফাঁদ! দূর থেকে একটি বিশালাকৃতির অজগর সাপ মুরগিটিকে দেখতে পেয়ে, পাইপের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করে। সরু পাইপের চারপাশে বাঁশের কঞ্চি পাতা রয়েছে। এরপর সেই ফাঁদেই আটকে পড়ে অজগর সাপটি! শিকারের খোঁজে এসে নিজেই রীতিমতো স্বীকার বনে যায় ওই বিষাক্ত সাপ।
Python trap using live chicken pic.twitter.com/pM5fP5J36G
— OddIy Terrifying (@OTerrifying) November 16, 2022
ভিডিও দেখার পর নেটিজেনদের একাংশ ক্ষোভ উগড়ে দিয়েছে জানিয়েছেন, “অজগর সাপটিকে এভাবে কষ্ট দেওয়া ঠিক না”! আবার অনেকেই ভিন্ন কথা বলেছে জানিয়েছেন, “অজগর সাপটি তার উচিত শিক্ষা পেয়েছে, কারণ সে অনেকের ক্ষতি করে”। ভিডিওটি প্রথমবারের জন্য নেটদুনিয়ায় দেখা গিয়েছিল ২০১৮ সালে। এরপর বারংবার ভাইরাল হয়েছে ভিডিওটি। বর্তমানে ৫০ লাখেরও বেশি ভিউজ সংখ্যা ছাড়িয়েছে, ১ লক্ষ ৩৩ হাজার মানুষ ভিডিওটি পছন্দ করেছে।