ঘরে ঢুকে ঘাপটি মেরে বসে ছিল বিশালাকৃতির চন্দ্রবোড়া সাপ, ভিডিও দেখে হাড় হিম নেটজনতার

সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে বিভিন্ন প্রজাতির ভিডিও এসে হাজির হয়। এর মধ্যে সবথেকে জনপ্রিয়তা পাওয়া ভিডিওগুলি হল সাপেরের ভিডিও। সাধারণ মানুষ এই জাতীয় প্রাণীদের থেকে সর্বদাই দূরত্ব বজায় রেখে চলে। তবে সোশ্যাল মিডিয়ার পাতায় এদের নানান মুহূর্ত দেখতে বেশ পছন্দ করে সকলে। এরকমই বিষাক্ত সাপের এক ভয়ঙ্কর দৃশ্য দেখে, হাড়হিম হয়ে গেল সকলের।
সোশ্যাল মিডিয়ার পাতায় এই জাতীয় সাপের ভিডিওগুলি দেখে, সাধারণ মানুষ কিছুটা সাবধান হয়ে যায়। সম্প্রতি এরকমই এক বিষাক্ত চন্দ্রবোড়া সাপের ভিডিও ব্যাপক ভাইরাল (viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গেছে, এক কর্মী ওই বিষাক্ত সাপটিকে উদ্ধার করছে।
চন্দ্রবোড়া সাপের বিজ্ঞানসম্মত নাম Daboia russelii। এরা সাধারণত ১.৮ মিটার দৈর্ঘ্যের হয়। সবুজ ঘাসে, নিচু জমিতেই এদের মূলত বসবাস। চন্দ্রবোড়া সাপের এক ছোবোলে মানুষের মাংস পচে যায় কারণ এদের বিষে আছে হোমটক্সিন।
ওই ভিডিওটিতে দেখা গেছে, ‘সমীরন বারিক’ নামক সাপ উদ্ধারকারী কর্মীকে, যে অত্যন্ত তো দক্ষতার সাথে এর আগেও এরূপ কাজ করেছে। এবার তার ইউটিউব চ্যানেল থেকেই এই ভিডিও ভাইরাল হয়েছে।