×
ভাইরাল ভিডিও

টয়লেটের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে ছিল বিশাল আকৃতির বিষাক্ত কিং কোবরা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

সোশ্যাল মিডিয়ার পাতায় জনপ্রিয়তা পাওয়া ভিডিওগুলির মধ্যে অন্যতম হলো সাপের ভিডিও। গোটা বিশ্বজুড়ে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে, এর মধ্যে কোনোটি বিষযুক্ত আবার কোনোটি বিষহীন! তবে সাধারণ মানুষ যেকোনো প্রকৃতির সাপ দেখলেই, তা থেকে শতহস্ত দূরে থাকে। কিন্তু সোশ্যাল মিডিয়ার পাতায় তুলে ধরা হবে বিভিন্ন সাপেদের কর্মকান্ড নেটিজেনদের বেশ পছন্দ। তাই এই জাতীয় ভিডিওগুলি স্বাভাবিকভাবেই অধিক জনপ্রিয়তা পায়। সম্প্রতি এমনই এক সাপের কর্মকান্ড দেখে হতবাক হয়ে গেছে নেটপাড়া।

Advertisements

ভাইরাল (viral) হওয়া ওই ভিডিওতে দেখা গেছে বাথরুমের ভেতরে কোমডেরর মধ্যে বসে আছে বিশাল আকৃতির কিং কোবরা। কোমোডের ভিতর থেকে মাথা বের করে উঁকি-ঝুঁকি মারছে সাপটি! গ্রামবাসীরা শত চেষ্টা করেও তাকে সেখান থেকে বের করতে পারেনি। এরপরই ‘মির্জা মোহাম্মদ আরিফ’ নামের একটা উদ্ধারকারী কর্মীকে ডেকে আনা হয়। সে অতি সন্তপর্ণে খুঁচিয়ে খুঁচিয়ে সেখান থেকে বের করে। তবে সেখানেও রক্ষা নেই! সাপটি বারংবার ছোবল মারতে গেছে, ওই সাপ উদ্ধারকারী কর্মীকে।

ইউটিউবে ওই সাপ উদ্ধারকারী কর্মী নিজের ইউটিউব চ্যানেলে গোটা ভিডিওটি আপলোড করেছে। পরবর্তী সময়ে দেখা গেছে, সে কিভাবে সব থেকে কোমোড সাপটিকে বের করেছে। এর পরে সাপটি বাথরুমের মধ্যে ঘোরাফেরা করছিল, তখন ওই ব্যক্তি তাকে বের করে বস্তার মধ্যে ভরে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। স্বাভাবিকভাবেই ভিডিওটি অধিক জনপ্রিয়তা পেয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে হাজার হাজার ভিউজ পেয়েছে ভিডিওটি। কেউ বলেছে “লোকটির সাহস আছে বলেই সে সাপটিকে ওখান থেকে বের করতে পেরেছেন, নইলে ওখানেই বসে থাকত”, কেউবা আবার “খুব ভয়ংকর” আখ্যা দিয়েছে।

Advertisements