ফ্রিজের পিছনে লুকিয়ে ছিল বিশাল আকৃতির কোবরা, নাড়া দিতেই ফণা তুলে বেরিয়ে এলো…তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রজাতির প্রাণীদের নানান কর্মকাণ্ড উঠে আসে। এগুলির মধ্যে অন্যতম হলো সাপেদের নানান ভিডিও। প্রায়শই সাপেদের নানান কর্মকাণ্ড দেখা যায় নেটদুনিয়ার পাতায়। কখনো দেখা যায় বিষধর বিষাক্ত সাপ ঘাবটি মেরে বসে রয়েছে বাড়ির পাশে, আবার কখনো বা দেখা যায় বিষাক্ত সাপেদের শঙ্খ লেগেছে! আবার অনেক সময় সাধারণ মানুষকে চমকিত করে কেউ কেউ বিষধর সাপকেও পোষ্য বানিয়ে ফেলে। সোশ্যাল মিডিয়ার পাতায় এই জাতীয় ভিডিওগুলি প্রায়শই ভাইরাল (viral) হয়ে ওঠে। সম্প্রতি ভাইরাল হওয়ায় ভিডিওতে এক বিষাক্ত কিং কোবরার ভয়ংকর কর্মকাণ্ড ধরা পড়েছে।

‘sarpmitra Akash jadav’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়। প্রায় চার মাস আগে আপলোড করা ভিডিওটি ৩৭ লক্ষ ভিউজ সংখ্যা ছাড়িয়েছে। 12 হাজার মানুষ ভিডিওটি পছন্দ করেছে। জানা গেছে এই সাপটিকে ইংরেজিতে বলে
‘স্পেক্টাকল্ড কোবরা’। যার বৈজ্ঞানিক নাম ‘নাজা নাজা’। এই প্রজাতির সাপ ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ।