রাস্তার মাঝে রোদ পোহাচ্ছে ১০ ফুটের বিশাল অজগর, ভয়ে ভীত এলাকাবাসী

সরীসৃপ দেখলে ভয় পায় না এই রকম মানুষ হয়তো খুব কমই আছে, বিশেষ করে সেটি যখন হয় কোনো সাপ। তবে ভয়ের পাশাপাশি হিন্দু ধর্মের রীতি অনুযায়ী সাপকে পুজো করার চল রয়েছে ভারতবর্ষে। সেই কারণে অনেকে আবার সাপকে দুধ কলা খাওয়ান।
তবে বেশিরভাগ মানুষই সেই দিকে ভুলেও যান না। কিন্তু ধর্মীয় রীতির কথা বাদ দিলে বিজ্ঞানের মতে সাপ পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। তাই সাপ কোনো বিপদে পড়লে না নিজের বাসস্থান ছেড়ে বেরিয়ে আসলে তাকে বন্দী করে ফের যথা স্থানে ফিরিয়ে দেন বন বিভাগের কর্মীরা।
যদিও পরিস্থিতির চাপে আজ তারাও। কারণ মানুষ উন্নয়নের নামে ধীরে ধীরে জঙ্গল কেটে সাফ করতে ব্যস্ত, তাই নিজের বাসস্থান ছেড়ে বেরিয়ে আসা ছাড়া তাদের উপায় নেই। আবার অনেক সময় নিজের প্রাণ বাঁচাতে সাধারণ মানুষকে দংশন করে। আর সাপের বিষ এতটাই মারাত্মক যে মুহূর্তের মধ্যে কারোর জীবন কেড়ে নিতে পারে। যদিও আদতে সব সাপই যে বিষধর তা কিন্তু নয়। সাপের মধ্যে রয়েছে কিছু বিশালাকার সাপ যেমন ‘অজগর’ (Python)। যারা নিজের শক্তি দিয়ে আস্ত একটি বড় প্রাণীকে মেরে ফেলতে পারে। সম্প্রতি এই রকমই এক বিশালাকার সাপের দেখা মিলেছে ‘ভরতপুরে’ (Bharatpur)।
যেখানে দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে এক রাস্তায় প্রায় ১০ ফুটের এক ‘অজগর’ (Python) শীতের মিষ্টি রোদ উপভোগ করছে। আমরা সকলেই জানি সাপ শীতল রক্তের প্রাণী, তাই শীতে তাদের রোদ পোহানোর ঘটনা নতুন নয়। ঠিক সেই কারণেই তাকে রোদ পোহাতে দেখা গিয়েছে রাস্তায়। পরে অবশ্য বন বিভাগের কর্মীরা এসে তাকে উদ্ধার করে নিয়েও গিয়েছে।