হুবহু মানুষের মতো খাটিয়ার উপর বসে খাবার খাচ্ছে একদল টিয়া পাখি, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বিভিন্ন ধরনের দৃশ্য দেখা যায়। নানা না দেখা না জানা জিনিসের সাক্ষী হওয়া যায় এই নেট দুনিয়ার পাতা থেকে। সাধারণ মানুষ বাদেও বিভিন্ন প্রজাতির পশু পাখিদের নানান ভিডিও বেশ নজরকাড়ে সাইবারবাসীদের। পোষ্য পশুদের পাশাপাশি পোষ্য পাখিরাও কিন্তু বেশ জনপ্রিয় সকলের কাছে। পোষ্য পাখিদের মধ্যে অন্যতম হলো নানান কথা বলা পাখি। যেমন টিয়া, ময়না, কাকাতুয়া প্রভৃতি।
মুঠো ফোনের পাতা খুলে বসলেই এদের নানান ক্রিয়াকলাপ দেখা যায়। কখনো দেখা যায় এরা মানুষের মতন কথা বলছে, আবার কখনো দেখা যায় মানুষের মতনই খাচ্ছে। আবার কখনো কখনো তারা প্রেমও করছে। তবে এই টিয়া পাখিরও বিভিন্ন প্রজাতি রয়েছে। এদের মধ্যে অন্যতম হলো চন্দনা, হীরামন, সবুজ টিয়া, কালো মাথা টিয়া প্রভৃতি। সবুজ টিয়াই বেশী দেখা যায় বাংলার ঘরে ঘরে।
সম্প্রতি নেটদুনিয়ার পাতায় এরকমই এক সবুজ টিয়ার ভিডিও ঝড়ের বেগে ভাইরাল (viral) হল। ভিডিওটিতে দেখা গেছে, এক ঝাঁক সুন্দর টিয়া পাখি একটি খাটিয়ার উপরে বসে রয়েছে। দেখা গেছে তাদেরকে তিনটি পাকা পেয়ারা খেতে দেয়া হয়েছে। এবার তারা সকলে একসাথে খুঁটে খুঁটে ওই ফলটিকে খাচ্ছে। সম্ভবত সেটা বিকেলবেলা বা দুপুরবেলা হতে পারে। সাথে তারা আবার পেয়ারার বীজগুলোকেও সুন্দরভাবে ফেলে দিচ্ছে ।
ইউটিউবে ‘টকিং প্যারট’ নামের একটি চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল ভিডিওটি। এছাড়াও ভিডিওটিতে দেখা গেছে, পেয়ারা খেতে খেতে পাখিগুলো নিজেদের মধ্যে অনেক কথাও বলছে। স্বাভাবিকভাবেই এই ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে নেট দুনিয়ার পাতায়। নানান মন্তব্য জমা হয়েছে ভিডিওর কমেন্ট বক্সে।